পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে বাংলাদেশ-ভিয়েতনাম সরাসরি ফ্লাইট। আসছে ডিসেম্বরেই যাওয়া-আসায় সর্বোচ্চ ৪৫ হাজার টাকা খরচে ঢাকা-হ্যানয় ভ্রমণ করতে পারবেন দু দেশের পর্যটকরা। সোমবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর বনানীর একটি হোটেলে এ ঘোষণা দেয় ভিয়েতনাম ট্যুরিজম। এতে পর্যটন বাণিজ্যে নতুন সম্ভাবনা দেখলেও দেশের ট্যুর অপারেটররা বলছেন, শুধু পর্যটন নয়, চালু করতে হবে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট।
এশিয়ায় পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে থাকা হটস্পটগুলোর মধ্যে অন্যতম ভিয়েতনাম। দেশটির হো চি মিন, হ্যানয়ের সৌন্দর্য দেখতে প্রতিবছর তাই ভিয়েতনামে যান কমপক্ষে দেড় লাখ বাংলাদেশি। কিন্তু সরাসরি ফ্লাইট না থাকায় যাত্রাপথে ভিন্ন আরেকটি দেশে ট্রানজিট নিয়ে যেতে হওয়ায় লাগে বাড়তি সময়, খরচও হয় বেশি অর্থ। এবার কিছুটা হলেও আক্ষেপ ঘুচবে বাংলাদেশিদের। ভিয়েতনাম ট্যুরিজম বলছে, দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা ভিয়েত জেট এয়ার, আসছে ডিসেম্বরেই চালু করতে যাচ্ছে বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের সরাসরি ফ্লাইট। শুরুতে পর্যটকদের জন্য ১০টি চার্টার্ড ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরু হলেও, পরিকল্পনা রয়েছে নিয়মিত ফ্লাইট চালুর। ভিয়েতনাম ট্যুরিজমের প্রধান নির্বাহী নোং ভ্যান চিয়েন ভিক্টর বলেন, বাংলাদেশ ও ভিয়েতনাম দুই দেশই স্বাধীনতা অর্জনের জন্য দীর্ঘ সংগ্রামের মধ্যদিয়ে গেছে। আকাশপথে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরে ভিক্টর বলেন, এ দেশের প্রকৃতি, সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও বন্ধুসুলভ আতিথেয়তা পর্যটনশিল্পের বড় সম্পদ। ভবিষ্যতে দুই দেশের সহযোগিতার ক্ষেত্র প্রসারে পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মত প্রকাশ করেন। ভিক্টোরিয়া ট্যুরের এ-দেশীয় অংশীদার প্রতিষ্ঠান ইনোগ্লোব ট্রাভেল ও ট্যুরস লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাসলিম আমিন শোভন বলেন, বাংলাদেশ থেকে ভিয়েতনাম যাওয়া আসায় তৃতীয় দেশ হয়ে যেতে হয়, তাই সময় ও খরচ দুটোই অনেক বেশি লাগছে। সরাসরি ফ্লাইট চালু হলে সব দিক থেকেই সাশ্রয়ী হবে। শোভন বলেন, পর্যটনশিল্প ও বিমান যোগাযোগ খাতের উন্নয়নে দুই দেশের একসঙ্গে কাজ করার বড় সুযোগ রয়েছে। সরাসরি ফ্লাইট চালু হলে তা বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বাণিজ্য প্রসারের পাশাপাশি দু দেশের জনগণের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করবে। এদিকে, নতুন এই সিদ্ধান্তে বেশ উচ্ছসিত বাংলাদেশি ট্যুর অপারেটররা। যদিও অতীতের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয় উল্লেখ করে, ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত তা বাস্তবায়নে দেশটির প্রতি আহ্বান জানান তারা। অনুষ্ঠানে বাংলাদেশের পর্যটকদের জন্য সাশ্রয়ী খরচে ভিসা প্রসেসিংসহ বেশ কয়েকটি ভ্রমণ প্যাকেজও ঘোষণা করে ভিয়েতনামের ভিক্টোরিয়া ট্যুর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য ও টোয়াবের সাবেক সভাপতি মো. রাফিউজ্জামান, আটাবে’র সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরেফ, সায়মন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আটাবের সহ-সভাপতি আফসিয়া জান্নাত সালেহসহ দেশের শীর্ষস্থানীয় পর্যটন উদ্যোক্তা ও পেশাজীবীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।