Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে ৮২ শতাংশ শিশু নির্যাতনের শিকার

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের শহরাঞ্চলের এক থেকে ১৪ বছর বয়সী ৮২ শতাংশের বেশি শিশু মানসিক অথবা শারীরিক নির্যাতনের শিকার হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
গতকাল রোববার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শহরের শিশুদের অবস্থা নিয়ে এই জরিপ চালানো হয়। শিশুদের স্বাস্থ্য, সামাজিকসহ নানা বিষয় জরিপে তুলে ধরা হয়েছে। জরিপে বাংলাদেশের সাতটি বিভাগীয় শহরের তথ্যও আলাদাভাবে তুলে ধরা হয়েছে।
জরিপে দেখা যায়, শহরের ১৭ দশমিক ৬ শতাংশ শিশু মারাত্মক শারীরিক নির্যাতনের শিকার। এ ছাড়া শহরের ১৫-১৯ বছর বয়সী কিশোরীদের প্রায় ৩৩ শতাংশ বিবাহিত। বস্তিবাসী শিশুরা তুলণামূলক বেশি শারীরিক শাস্তির মুখোমুখি হলেও বস্তির বাইরের শিশুদের মধ্যেও এই সংখ্যা কম নয়। বস্তিবাসীদের মধ্যে প্রায় ৮৫ শতাংশ শিশু শাস্তির মুখোমুখি হয়।
জরিপ অনুযায়ী, শহরে এক থেকে পাঁচ বছর বয়সী ২০ শতাংশের বেশি শিশুর ওজন ইউনিসেফ নির্ধারিত আন্তর্জাতিক মানের চেয়ে কম। ২৬ শতাংশের বেশি শিশুর উচ্চতা মানদ-ের তুলনায় কম। সিলেট শহরের শিশুদের মধ্যে কম ওজন এবং উচ্চতার হার সবচেয়ে বেশি দেখা গেছে। এখানকার ৩৫ শতাংশ শিশুর উচ্চতা এবং প্রায় ২৬ শতাংশ শিশুর ওজন মানদ-ের তুলনায় কম দেশের শহরাঞ্চলের ২০ হাজার বাড়িতে এই জরিপ চালানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ