Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বংশালে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রোকেয়া হলের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের পাশ থেকে উদ্ধার করা অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের বয়স আনুমানিক ৬০ বছর। শাহবাগ থানার এসআই আল মোমেন জানান, নিহত লোকটি ভবঘুরে। ফুটপাতেই থাকতেন। অসুস্থতাজনতি কারণে গতকাল বিকেলে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে রাজধানীর বংশালে বিদ্যুৎস্পৃষ্টে আশিক (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ দু’টি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিদ্যুৎস্পৃষ্টে নিহত আশিক মালিটোলায় অবস্থিত একটি স্কুল ব্যাগ কারখানার শ্রমিক। ওই কারখানার মালিক আব্দুস সালাম জানান, মালিটোলা ২য় তলায় স্কুল ব্যাগের কারখানা। নিচতলায় শ্রমিকরা থাকতো। নিচে একটি পানির মোটর বসানো আছে। ঘটনার সময় গতকাল শুক্রবার বিকেল ৩ টায় আশিক নিচতলায় পানির মোটর ছাড়তে গিয়েছিল। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে দ্রুত তাকে স্থানীয় ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয়। আশিক হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছুটু মিয়ার ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ