Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলালিংকের ক্যাম্পেইনে বিজয়ীদের পরিবারের সাথে সাকিব-আল হাসানের ভিডিও কল

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলালিংকের ক্যাম্পেইনে বিজয়ীদের সাথে নৈশভোজে এবং তাদের পরিবারের সদস্যদের সাথে ভিডিও কল করেন বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব-আল হাসান। বাংলালিংকের আরেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং সাকিবের স্ত্রী উম্মে শিশিরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলালিংক সারা দেশের ১৫০ বিজয়ীকে পুরস্কৃত করে, যারা সাকিব ও শিশিরের সাথে এই নৈশভোজে অংশ নিয়েছিলেন। সাকিব-আল হাসান বলেন, ‘বাংলালিংক আয়োজিত এই চমৎকার একটি মুহূর্তের অংশ হতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত, যেখানে আমি শুধু বিজয়ীদের সাথে সাক্ষাতই করিনি, বরং তাদের পরিবারের সদস্যদের সাথে ভিডিও কলে কথা বলেছি। দেশের বিভিন্ন প্রান্তে আমার ভক্তদের সাথে যোগাযোগের সুযোগ করে দেয়ার জন্য বাংলালিংক থ্রিজিকে ধন্যবাদ জানাই।’
বাংলালিংকের হেড অব বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড মার্কেট প্লানিং, আবদুল্লাহ ফয়েজ বলেন, ‘সাকিব আল হাসানের সাথে আমাদের সম্মানিত গ্রাহক ও প্রিয়জন পরিবারের সদস্যদের সাথে সময় অতিবাহিত করার সুযোগ দিতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত। আমরা আশা করি, আপনারা আমাদের অফারসমূহ আরো বেশি করে ব্যবহার করবেন যা আমাদের আরো আকর্ষণীয় অফার নিয়ে আসতে অনুপ্রাণিত করবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ