Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মূল্যসংবেদনশীল তথ্য নেই ড্রাগন সোয়েটারের

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : মূল্যসংবেদনশীল তথ্য নেই ড্রাগন সোয়েটারের মূল্যসংবেদনশীল তথ্য নেই ড্রাগন সোয়েটারের। শেয়ারের সা¤প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
ডিএসইতে চার সপ্তাহে ড্রাগন সোয়েটারের শেয়ারদর বেড়েছে ৭৭ দশমিক ৬৬ শতাংশ। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ১৫ নভেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ৯ টাকা ৪০ পয়সা। ৮ ডিসেম্বর তা ১৬ টাকা ৭০ পয়সায় উন্নীত হয়।
২০১৬ সালের মার্চে শেয়ারবাজারে লেনদেন চালুর পর থেকেই নিম্নমুখী প্রবণতায় ছিল ড্রাগন সোয়েটারের শেয়ারদর। তবে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে প্রান্তিক ফলাফল প্রকাশের পর ঊর্ধ্বমুখিতা ফিরে আসে। চার সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর সাড়ে ৯ টাকা থেকে ১৬ টাকার ঘরে উঠে আসে। তালিকাভুক্তির পর শেয়ারটির সর্বোচ্চ দর উঠেছিল ২২ টাকা ৯০ পয়সা ও সর্বনিম্ন ৯ টাকা ৩০ পয়সা।
৩০ জুন পর্যন্ত ১৮ মাসে সমাপ্ত ২০১৬ হিসাব বছরে ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় ড্রাগন সোয়েটারের পরিচালনা পর্ষদ। গেল হিসাব বছরে এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৭ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ২৯ পয়সা। এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির মুনাফা বেড়েছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ড্রাগন সোয়েটারের ইপিএস হয়েছে ৬২ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৫১ পয়সা। ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৭ টাকা ৪৬ পয়সা। ডিএসইতে সর্বশেষ ১৬ টাকা ৯০ পয়সায় ড্রাগন সোয়েটারের শেয়ার হাতবদল হয়। সর্বশেষ নিরীক্ষিত মুনাফা ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ১৮ দশমিক ৭৬, হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে যা ৬ দশমিক ৭৩।
চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান ভর্তি কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান ভর্তি কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও স্যালাইন সেট জব্দ করেছে বিজিবি। গতকাল রোববার ভোররাতে উপজেলার লালবাগ-সুয়াগাজী মহাসড়ক থেকে কভিার্ডভ্যানটি আটক করা হয়। এরমধ্যে শাড়ি এক হাজার ৬৫৪ পিস ও স্যালাইন সেট এক হাজার ৬০০ পিস। বিজিবি ১০ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো: মেহেদী হাসান মালামাল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, পণ্যগুলো কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ