Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের নতুন ব্র্যান্ড ভিগো

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : আধুনিক প্রযুক্তি ও আকর্ষণীয় ডিজাইনে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের নতুন ব্র্যান্ড ভিগো’র উদ্বোধন করা হয়েছে। গতকাল রাজধানীর রাওয়া কনভেনশন হলে আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল এ ব্র্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ভিগো ব্র্যান্ডের টিভি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, এয়ার কুলার, আয়রন, বেøন্ডার, ইন্ডাকশন কুকার, ইলেকট্রিক কেটলি, রাইস কুকার ও ওয়াশিং মেশিনসহ ১৩ ক্যাটাগরির ইলেকট্রনিক্স পণ্য সাশ্রয়ী মূল্যে ক্রেতারা এখন ক্রয় করতে পারবেন। অনুষ্ঠানে আর এন পাল বলেন, ভিগো ব্র্যান্ডের পণ্যসমূহ এখন বেস্ট বাইসহ অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের শোরুমে পাওয়া যাচ্ছে। পর্যায়ক্রমে দেশব্যাপী ভিগো আউটলেট স্থাপন ও ডিলার নিয়োগের মাধ্যমে ক্রেতাদের দোঁরগোড়ায় এর পণ্যগুলো পৌঁছে দেয়া হবে। এ সময় বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার ব্যাপারে তিনি জোর দেন। ভিগোর পণ্যগুলো ক্রেতাদের আস্থা অর্জন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডিউরেবল প্লাস্টিকস লিমিটেডের নির্বাহী পরিচালক প্রদীপ কুমার পোদ্দার, সিনিয়র জেনারেল ম্যানেজার (বিক্রয়) তৌকিরুল ইসলাম এবং বিপণন প্রধান মোহাম্মদ রাশেদ-উল-আলম উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ