Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেরিটাইম অফশোর এক সম্ভাবনাময় খাত : শিল্পমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২২, ৮:৫৭ পিএম

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, মেরিটাইম অফশোর একটি সম্ভাবনাময় খাত, যা বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। তিনি বলেন, জাহাজ নির্মাণ শিল্প খাতে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছে।

আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) স্যাভর ইন্টারন্যাশনাল আয়োজিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, মেরিটাইম অফশোর খাতে দেড় লাখ দক্ষ কর্মী কাজ করছেন। পাশাপাশি আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। গুণগত মান ও কাজের ফলে বিদেশি বিনিয়োগকারীরাও জাহাজশিল্প খাতে বিনিয়োগে আগ্রহী হচ্ছে। এ শিল্পখাতকে আরও গতিশীল করার জন্য সরকার বেশ কিছু উদ্যোগ ও প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিটাগং ড্রাই ডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর শামসুল আজিজ, স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফায়জুল আলম প্রমুখ। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী আয়োজিত প্রদর্শনীতে শিপ রিসাইক্লিং, অফশোর অয়েল, গ্যাস সাপোর্ট, শিপিং লজিস্টিক, ফিশিং ভেসেলস ও প্রসেস অটোমেশন শীর্ষক কনটেন্ট প্রদর্শিত হবে। ১৪টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ