Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জে যাত্রী সেজে বাসে ডাকাতি

গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

সিরাজগঞ্জে যাত্রী বেশে বাসে ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল বুধবার দুপুরে সিরাজগঞ্জ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।
গ্রেফতাররা হলেন, মানিকগঞ্জের আলমগীর শেখ, শরিফ মোল্লা, জাহিদ মোল্লা, সাইফুল ইসলাম, ফরিদপুরের সাদেক মাতব্বর সানি এবং ঢাকার রাজিব হোসেন ।
পুলিশ সুপার আরিফুর রহমান জানান, ৩০ সেপ্টেম্বর রাত ৮টার দিকে ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস ঢাকার মহাখালী থেকে যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বাইপাল থেকে ছয় যাত্রী (টিকিট ব্যতীত) জনপ্রতি ২৫০ টাকা ভাড়ায় সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে যাওয়ার জন্য বাসে উঠেন। এরপর বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরই তারা বাসচালককে ছুরিকাঘাত করে বাসটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। এ সময় হেলপার, সুপারভাইজার ও যাত্রীদের মারধর ও হত্যার হুমকি দিয়ে জিম্মি করে।
তিনি আরও বলেন, সেই রাতে ডাকাতরা যাত্রীদের কাছ থেকে ১৭টি মোবাইল ফোন ও নগদ ২ লাখ টাকা লুটে নেন। এরপর তারা বাসটি শুরুতে বগুড়ার দিকে এবং পরে সলঙ্গা থানাধীন ঘোরকা এলাকায় ইউটার্ন নিয়ে সিরাজগঞ্জ রোডের দিকে চলে যায়। হাটিকুমরুল গোলচত্বরে হাইওয়ে পুলিশের একটি দল বাসটিকে থামানোর চেষ্টা করলে ডাকাতরা পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে দ্রুতগতিতে পাবনার দিকে রওনা হয়। দিনগত রাত ৩টার দিকে বাসটি উল্লাপাড়া মডেল থানার রেলগেট এলাকায় পৌঁছালে ট্রেনের সিগনালে রাস্তা বন্ধ হয়ে যায়। এতে ডাকাতরা সেখানেই বাসটি রেখে পালিয়ে যান।
এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ডাকাতি মামলা করা হয়েছে। এ ঘটনায় ৬ ডাকাতকে শনাক্তের পর গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে জানান পুলিশের এ কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ