Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে মীর সিমেন্টের রিটেইল মিট প্রোগ্রাম-২০২২ আয়োজিত

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২২, ৮:১৮ পিএম

মীর গ্রুপ অব কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠান মীর সিমেন্ট ঝিনাইহে খুচরা বিক্রেতা ও পরিবেশকদের নিয়ে রিটেইল মিট প্রোগ্রাম-২০২২ আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে মীর সিমেন্টের পক্ষ থেকে চিফ মার্কেটিং অফিসার মোঃ মশিউর রহমান, ব্র্যান্ড ম্যানেজার মনিজা ইসলাম, টেকনিক্যাল সেলস ম্যানেজার রফিক-উল মুহিত, এসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মোঃ ইউসুফ এবং অত্র এলাকার খুচরা বিক্রেতা ও পরিবেশকরা উপস্থিত ছিলেন।বুধবার (১৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে মীর সিমেন্টের মোঃ মশিউর রহমান বলেন, “গত দশকে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন মেগা প্রকল্প, নগরায়ন এবং ক্রমবর্ধমান রিয়েল এস্টেট ব্যবসার কারণে বাংলাদেশে সিমেন্টের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তবে মুদ্রাস্ফীতি ও সামষ্টিক অর্থনৈতিক চাপের কারণে এই শিল্প চ্যালেঞ্জের মুখোমুখি হলেও, আমরা যথাযথ কৌশল অবলম্বন এবং সরকারি সহায়তার মাধ্যমে খুব শীঘ্রই এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো বলে আমরা আশাবাদী।”

গ্রাহকদের মাঝে উপহার বিতরণ এবং মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পরিশেষে উপস্থিত অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ