Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপিত হয়েছে। এ বছর দ্বিতীয়বারের মত এই দিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে উদযাপন করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য সদস্যের মতো এই নিষ্পাপ শিশুকেও ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল। ১৯৬৪ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালে রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি পালন করেছে। গতকাল শেখ রাসেল দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে সকালে বনানী কবরস্থানে গিয়ে এই পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তারা কবরে ফুলের পাপড়িও ছড়িয়ে দেন। শেখ হাসিনা ও শেখ রেহানা ফাতেহা পাঠ করেন এবং ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
সকালে বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহা উদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. আবদুস সবুর, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ, কেন্দ্রীয় নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।
পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, তাঁতীলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা শ্রমিক লীগসহ বিভিন্ন সামজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ শেখ রাসেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এরপর, বনানীর কবরস্থান মসজিদে শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশগ্রহণ করে।
এছাড়া, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগ, মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ, মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানায়।
জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত ‘শেখ রাসেল দিবস-২০০২’র উদ্বোধন এবং ‘শেখ রাসেল পদক-২০২২’ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী গণভবন থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এই আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হন।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, শেখ জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহীদুল্লাহ ও শিশু বক্তা আফসা জাফর সৃজিতা প্রমুখ।
অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক সম্পাদিত ‘দুরন্ত প্রাণবন্ত শেখ রাসেল’ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘আমাদের ছোট রাসেল সোনা’ অ্যানিমেটেড চলচ্চিত্রের ট্রেলারও প্রদর্শিত হয়। প্রধানমন্ত্রীর পক্ষে আইসিটি প্রতিমন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বিজয়ীদের মধ্যে ‘শেখ রাসেল পদক-২০২২’ বিতরণ করেন।
শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এদিকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বাদ যোহর দুপুর ১ টা ৩০ মিনিটে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা ও বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় শেখ রাসেলের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।
অন্যদিকে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন, ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমি ও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গণশিক্ষা কেন্দ্রসমূহে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়াও শেখ রাসেল দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন কেক কাটা, আলোচনা সভা, চিত্রাংকন, সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে।
ঘাতকরা রাসেলকে হত্যার মাধ্যমে তাদের পৈশাচিকতা: বিদ্যুৎপ্রতিমন্ত্রী
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নিরাপদ ও শিশুবান্ধব বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যে কোনো শিশুরই অকাল মৃত্যু রোধ করতে বদ্ধ পরিকর। গতকাল শেখ রাসেল দিবস-২০২২ উপলক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে ঘাতকচক্র সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। ঘাতকরা ১০ বছরের রাসেলকে হত্যার মাধ্যমে তাদের নির্মমতা ও পৈশাচিকতা প্রকাশ করেছে। চক্রান্ত এখনও চলছে। তারা বাংলাদেশ চায় না, দেশের উন্নয়নও তারা চায় না। সম্মিলিতভাবে তাদের প্রতিহত করতে হবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে অনলাইনে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিন, বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঃ শেখ রাসেলের জন্মদিন পালন উপলক্ষে গতকাল সকাল ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্তান মন্ত্রণালয়ের সভাকক্ষে শেখ আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, বঙ্গবন্ধুর শিশুপুত্র রাসেলকে হত্যার মাধ্যমে ঘাতকচক্র অনেক সম্ভাবনার মৃত্যু ঘটিয়েছে। তিনি বলেন, শেখ রাসেল বেঁচে থাকলে আজ সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতো।
এতে আরো বক্তব্য রাখেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর মহাপরিচালক মো. হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহিদুল আলম এনডিসি, বোয়েসল এর ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান।
বঙ্গবন্ধু হত্যার পেছনে খলনায়কদের মুখোশ উন্মোচনের দাবি নানকের : ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারকে হত্যার পেছনে থাকা খলনায়কদের মুখোশ উন্মোচন করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাড. জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, জেনারেল জিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সে কারণে শেখ রাসেলের জন্মদিনে দাঁড়িয়ে বলতে চাইÑ বিভীষিকাময় এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা সরাসরি জড়িত ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার তাদের বিচার করেছে এবং বিচারের রায় কার্যকর করেছে। কিন্তু এ হত্যাকাণ্ডের খলনায়ক যারা তাদের মুখোশ এখনো উন্মোচিত হয়নি। তাদের মুখোশ উন্মোচন করে বিচার করা আজ সময়ের দাবি।
শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও অসহায়-দুস্থদের কর্মসংস্থানের লক্ষ্যে ভ্যানগাড়ি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বরে অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, সে খুনিদের চক্রান্ত এখনো শেষ হয়নি। তারা এখনো ক্ষান্ত হয়নি। তারা সুযোগের অপেক্ষায় থাকে, কখন ষড়যন্ত্র করা যাবে। তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। আর সুযোগ দেওয়া যাবে না। ষড়যন্ত্র করলেই জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে।
দলের ত্রাণ ও সমাজকল্যাণ-বিষয়ক উপকমিটির সদস্যসচিব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। এ সময় বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, উপ-প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
শেখ রাসেলের সমাধিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।
গতকাল রাজধানীর বনানীতে শেখ রাসেলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় তিনি শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন। সমাধির সামনে দাঁড়িয়ে নীরবতা পালন করেন তিনি।
শ্রদ্ধা নিবেদনের সময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম হাওলাদার, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মনিরুজ্জামান শাহীন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের পরিচালক মু. আখতারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বিবিএস গ্রুপে কেক কেটে জন্মদিন পালন: রাজধানীর বনানীতে বিবিএস গ্রুপের হেড অফিসে কেক কেটে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন, গ্রুপের চেয়ারম্যান ইঞ্জি. আবু নোমান হাওলাদার।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী সিটি কর্পোরেশনের বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে সকাল সাড়ে দশটায় নগর ভবন প্রতিকৃতিতে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ।
খুলনা ব্যুরো জানায়, খুলনায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়। সকালে সার্কিট হাউজ মাঠে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী, সিটি কর্পোরেশন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
যশোর ব্যুরো জানায়, আনন্দ শোভাযাত্রা, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কেক কাটা, দোয়া সহ নানান আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। ভিসি অধ্যাপক ড. মো. আনোয়ার শোভাযাত্রায় অংশ নেন।
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে জানান, রূপগঞ্জে দিবসটিকে ঘিরে র‌্যালি বের করেন উপজেলা প্রশাসন। সকালে উপজেলার মুড়াপাড়া চত্ত্বর থেকে এ র‌্যালী বের করা হয়।
স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে জানান, মাগুরাতে চার উপজেলাতেই যথাযথ মর্যাদায় দিনব্যাপী নানান আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ও পুলিশ সুপার মো. মশিউদৌলা রেজা দিবসটির কার্যক্রম শুরু হয়।
ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা জানান, এ উপলক্ষে র‌্যালি, সভা ও পুরস্কার বিতরণ করা হয় ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে পুস্পস্তবক অর্পণ করা হয়।
নরসিংদী জেলা সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত জয় বাংলা চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
নাটোর জেলা সংবাদদাতা জানান, বিভিন্ন আয়োজনে জেলায় পালন করা হয় দিবসটি। এ উপলক্ষে সকাল নয়টায় জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট ভবন চত্ত্বরে প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করা হয়।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নওগাঁয় পালিত হয় দিবসটি। এ উপলক্ষে সকাল আটটায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের মুক্তির মোড়ে অস্থায়ী বেদিতে প্রতিকৃত্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
পঞ্চগড় জেলা সংবাদদাতা জানান, পঞ্চগড়ে জেলা প্রশাসনের আয়োজনে কালক্টরেট চত্ত্বরে প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা জানান, আশাশুনিতে প্রশাসনের উদ্যোগে দিবসটিকে ঘিরে বিজ্ঞান বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল নয়টায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ঈশ্বরগঞ্জে নানান আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে। পরিষদ চত্বরে শহীদ শেখ রাসেল সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন বিভিন্ন সামজিক সংগঠন।
ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ফুলপুর পৌরসভায় পালিত হয়েছে দিবসটি। এ উপলক্ষে পৌরসভার হল রুমে বিকেলে দোয়া, সভা, চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা জানান, কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, কোটালীপাড়ায় সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় উপজেলা আ. লীগ কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা জানান, নাটোরের লালপুরে প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপনের শুরুতে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, নাচোল প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। সকাল নয়টায় উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে শিশুরা অংশগ্রহণ করেন।
রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা জানান, দিবসকে ঘিরে র‌্যালি, সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে রামগড় উপজেলা প্রশাসন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় সকাল সাড়ে নয়টায় পরিষদে সভা অনুষ্ঠিত হয়।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, সুন্দরগঞ্জে সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় আ. লীগের দলীয় কার্যালয়ে কেক কাটা, দোয়া ও সভা অনুষ্ঠিত হয়।
তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা জানান, তেঁতুলিয়া কৃষকলীগের আয়োজনে চৌরাস্তা বাজারে কৃষকলীগ কার্যালয়ে কেককেটে দিবসটি পালন করা হয়েছে। সভায় অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন।
বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, বিরলে প্রশাসনের আয়োজনে সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিষদের হলরুমের সভায় অতিথি ছিলেন চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু।
সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, এ উপলক্ষে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে নয়টায় প্রশাসনের উদ্যোগে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বর্ণাঢ্য র‌্যালী ও সভা অনুষ্টিত হয়।
ইবি সংবাদদাতা জানান, ইবিতে উদযাপিত হয়েছে দিবসটি। সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলী নিবেদন, বেলুন উড়ানো ও কেক কাটার মধ্যে দিয়ে দিবসটি শুরু হয়।
বাকৃবি সংবাদদাতা জানান, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ে বঙ্গবন্ধু স্মৃতিচত্ত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ