পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বায়তুশ শরফ আঞ্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ, আঞ্জুমনে নওজোয়ান ও মজলিসুল ওলামা বাংলাদেশ রাউজান উপজেলা শাখার ব্যবস্থাপনায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার এম জে স্কোয়ারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল। এতে প্রধান বক্তা ছিলেন, মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব আল্লামা মামুনুর রশীদ নূরী, বিশেষ অতিথি ছিলেন, বহদ্দারহাট সিডিএ নিউ চান্দগাঁও আবাসিক জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহিউদ্দিন মাহবুব, মজলিসুল ওলামা বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী শিহাব উদ্দিন।
বায়তুশ শরফ আঞ্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ রাউজানের সভাপতি মাস্টার শাহ আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, মজলিসুল ওলামা বাংলাদেশ রাউজান উপজেলার সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ নাছির উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট আবদুর রহিম, আঞ্জুমনে নওজোয়ানের উপদেষ্টা জে. কে হাসপাতালের পরিচালক হাবিব খান, আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমান, প্রিন্সিপাল মাওলানা আবদুল মান্নান, মাওলানা আবদুল কাদের, জাবের হোসেন মিন্টু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার চৌধুরীর প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।