পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএম প্রক্রিয়ার প্রতি সমর্থন ব্যক্ত করে এককভাবে ৩০০ আসনেই প্রতিদ্ব›দ্বীতার করার ঘোষণা দিয়েছে ইসলামী ঐক্যজোট। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক প্রেস ব্রিফিংয়ে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ লিখিত বক্তব্যে এ ঘোষণা দেন।
প্রেস ব্রিফিয়ে সভাপতিত্ব করেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। এতে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান, মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা আবুল কাশেম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা আব্দুল কাইয়্যুম, মাওলানা আব্দুল হাই ফারুকী, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা জিয়াউল হক মজুমদার, মাওলানা ফারুক আহমদ, মাওলানা রিয়াজতুল্লাহ, মাওলানা মীর হেদায়েতুল্লাহ গাজী, মুফতী আবুল খায়ের বিক্রমপুরী, মুফতী আরিফ ইসমাঈল, মুফতী খোরশেদ আলম ও মাওলানা আনছারুল হক ইমরান।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ইসলামী ঐক্যজোট ১৯৯১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রতিটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং জনগণের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছে। ইসলামী ঐক্যজোট বর্তমানে কোনো জোটের অন্তর্ভুক্ত নয়। আমরা আশা করছি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হবে। সে ধারাবাহিকতায় আগামী নির্বাচনে ইসলামী ঐক্যজোট এককভাবে ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে সারাদেশে দলের সাংগঠনিক কার্যক্রম ইতোমধ্যে গতিশীল করা হয়েছে।
এতে আরো বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রযুক্তিনির্ভর আধুনিক পদ্ধতি হিসেবে ইভিএম প্রযুক্তি চলমান। কিন্তু দেশের জনগণের একটি অংশ ইভিএমে ভোটদানে অভ্যস্ত না হওয়ায় তাদের মধ্যে একটি শঙ্কা কাজ করছে। আমরা বলতে চাই, বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তি ও শিক্ষায় অনেক এগিয়েছে। তাই জীবনযাত্রা ও শিক্ষার মানোন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে ইভিএমেও ভোট হতে পারে।
তবে নির্বাচন কমিশনকে অবশ্যই ইভিএম নিয়ে জনগণের শঙ্কা কাটানোর লক্ষ্যে সর্বাত্মক প্রয়াস চালাতে হবে। এক প্রশ্নের জবাবে বলা হয়, ইসলামী ঐক্যজোট বর্তমানে কোন জোটের সাথে সম্পৃক্ত নয় এবং জোটমুখী হওয়ার কোন পরিকল্পনাও আমাদের নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।