পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু জাফর মো: নোমানের প্রতি হুমকি ও অসৌজন্যমূলক আচরণের ঘটনায় পিরোজপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) খান মো: আলাউদ্দিনকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৫ নভেম্বর সশরীরে তাকে হাজির হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ বিষয়ে আদালত উষ্মা প্রকাশ করে বলেছেন, একজন পিপির দায়িত্ব আদালতের পরিবেশ সুন্দর রাখতে বিচারককে সহযোগিতা করা। কিন্তু তিনি বিচারকের সঙ্গে বেয়াদবি করেছেন। এটি মেনে নেয়া যায় না।
গতকাল সোমবার বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ মন্তব্য করেন। এ সময় সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল এএম আমিনউদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। দেশের প্রধান আইনজীবীকে উদ্দেশ্য করে আদালত বলেন, পিরোজপুরের পিপি বিচারকের সঙ্গে খারাপ আচরণ করে একদিকে যেমন আইনজীবী হিসেবে অপরাধ করেছেন, অন্যদিকে পাবলিক প্রসিকিউটর হিসেবেও অপরাধ করেছেন। তিনি বার কাউন্সিলের যে আইনজীবীর আচরণবিধি আছে তা ভঙ্গ করেছেন। এখন তার বিরুদ্ধে কনটেম্পট হলে জেলও হতে পারে। এর আগে পিরোজপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু জাফর মো: নোমানকে পাবলিক প্রসিকিউটর (পিপি) খান মো: আলাউদ্দিনের প্রতি হুমকি, গালাগাল ও অসৌজন্যমূলক আচরণের ঘটনায় উষ্মা প্রকাশ করেন হাইকোর্ট। পরে এ বিষয়ে শুনানির জন্য দুপুর ২টায় সময় নির্ধারণ করেন। অ্যাটর্নি জেনারেলকে এসময় আদালতে উপস্থিত থাকতে বলা হয়। এ ধারাবাহিকতায় শুনানি শেষে পিপিকে তলব করা হয়।
প্রসঙ্গত: গত ১৯ সেপ্টেম্বর পিরোজপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু জাফর মো: নোমান পিপির বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ এনে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।