Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীর ডেমরায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ১২:০১ এএম

রাজধানীর ডেমরায় ১৯ বছর বয়সী এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তাকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছে। গত রোববার বিকেল পাঁচটার দিকে ডেমরার কোনাপাড়া এলাকায় কাশবনে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগীর বড় ভাই।এ ঘটনায় গতকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

তরুণীর বড় ভাই বলেন, দুই সপ্তাহ আগে সে কদমতলীতে তার বাসায় বেড়াতে আসে। সেখান থেকে গত রোববার বিকেল পাঁচটার দিকে ডেমরা থানাধীন কোনাপাড়া মেলায় যান। মেলায় গিয়ে তার চাচাতো ভগ্নিপতি সেলিম (৪৫) ও তার বন্ধু আলমের সঙ্গে পরিচয় হয়। পরে তারা তাকে মেলায় বিভিন্ন খাবার খাওয়ান।
তরুণীর ভাই আরও বলেন, পানীয়র সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাওয়ায়ে অচেতন করে সিএনজিতে কোনাপাড়া কাশবনে নিয়ে কয়েকজন মিলে দলবদ্ধ গণধর্ষণ করেন। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ডেমরা থানার টহল পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়ক বিলকিস বেগম বলেন, সোমবার দুপুরে আমাদের কাছে ভিকটিমকে পাঠানো হয়েছে। মঙ্গলবার তার ফরেনসিক করানো হবে। প্রাথমিকভাবে তরুণী অভিযোগ করেছেন, তার পূর্বপরিচিত সেলিম ও আলম তাকে অচেতন করে তারাসহ চারজন ধর্ষণ করেছেন। ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার জানিয়েছেন, দলবদ্ধ ধর্ষণের শিকার ওই তরুণীকে ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করানো হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। গ্রেপ্তারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ