পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পবিত্র কোরআন চর্চা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমধর্মী কর্মসূচি গ্রহণ করেছে একটি সংগঠন। গতকাল শুক্রবার বাদ জুমা বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে অনুবাদসহ ৩০০ কোরআন মজিদ ফ্রি বিতরণ করেছে আমরা দুনিয়া ও আখেরাতের কাজ করি নামে একটি সংগঠন। সংগঠনের প্রতিষ্ঠাতা সরকার জহিরুল হক মিঠুনের নেতৃত্বে অনুবাদ সহ কোরআন ও নামাজ শিক্ষা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সচিব হাসানুর রহমান, ডিইউজের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক দিদারুল আলম, ডিএসইসির সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ আবদুল অদুদ, সংগঠনের পরিচালক আবুল বাশার খান, মো. রহমত উল্লাহ, মাহবুব খান, তানভীর বাশার জৌসী, মনজিল ও লিটন।
দেশে ব্যাপকভাবে কোরআন চর্চার সহিহ নিয়ত বাস্তবায়নের লক্ষ্যে এমন কর্মসূচি হাতে নেয়া হয় বলে জানান সংগঠনের প্রতিষ্ঠাতা। তিনি জানান, সংগঠনের পক্ষ থেকে শুক্রবার বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়নে আর্থিক অনুদান দেয়া হয়েছে। ইতোমধ্যে দেশব্যাপী কোরআন চর্চা বৃদ্ধির লক্ষে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় ফ্রি কোরআন মজিদ বিতরণ করেন ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ডিগ্রি কলেজের সাবেক ভিপি সরকার জহিরুল হক মিঠুন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।