পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রামে ফিশিং ট্রলার ও লাইটারেজ জাহাজডুবির ঘটনায় নিখোঁজ ১৩ জনের মধ্যে পাঁচ জনের লাশ উদ্ধার হয়েছে। বাকি আটজনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। কর্ণফুলী নদী থেকে গতকাল বৃহস্পতিবার সকালে তিনটি, দুপুরে একটি এবং আগের রাতে আরও একটি লাশ উদ্ধার হয়। কোস্টগার্ড, ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
গত মঙ্গলবার রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার সী-রিসোর্স ঘাটসংলগ্ন বয়া এলাকায় র্যাঙ্কন কোম্পানির মালিকানাধীন ‘এমবি মাগফেরাত’ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। জাহাজটিতে মোট ১৬ জন নাবিক ছিলেন। এর মধ্যে ৯ জন নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। নিখোঁজ ছিলেন ৭ জন। নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ একরাম উল্লাহ জানিয়েছেন, উদ্ধার পাঁচটি লাশের মধ্যে চারটির পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন- ট্রলারের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, সেকেন্ড অফিসার জহিরুল ইসলাম, চীফ অফিসার মো. সাইফুল ইসলাম এবং ডক সদস্য রহমত। আরেকটি লাশের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ওই ট্রলারের নাবিকদের মধ্যে গ্রিজার প্রদীপ চৌধুরী, ফিস মাস্টার জহির উদ্দিন এবং অজ্ঞাত আরেকজন নিখোঁজ আছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।