Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদত্যাগের কোন সিদ্ধান্ত নেইনি-ইসি আনিছুর রহমান

ডিসি-এসপিদের সাথে বৈঠকে অনাকাক্সিক্ষত ঘটনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান আর দায়িত্বে ফিরছেন না। খুব শিগগিরই তিনি পদত্যাগ করছেন। এমন গুঞ্জন গত দু’তিনদিন যাবৎ নির্বাচন ভবনসহ বিভিন্ন মহলে ভেসে বেড়াচ্ছিল। সে গুঞ্জনের বিষয়টি আনিছুর রহমান নিজেই এবার উড়িয়ে দিয়েছেন। পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে গতকাল তিনি বলেন, ‘না, আমি এ ধরনের সিদ্ধান্ত নেইনি। কাল (বৃহস্পতিবার) অথবা আগামী রোববার থেকে অফিসে যেতে পারি।
গত ৮ অক্টোবর আগারগাঁয়ে নির্বাচন ভবনে ৬৪ জেলার ডিসি-এসপিদের সাথে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠকে ইসি আনিছুর রহমান বক্তব্য দেওয়ার সময় ডিসি-এসপিরা তার বক্তব্যের প্রতিবাদে হৈ চৈ শুরু করেন। ডিসি-এসপিদের প্রবল প্রতিবাদের মুখে আনিছুর রহমান তার বক্তব্য শেষ না করেই ডায়াসে ফিরে যেতে বাধ্য হন। এরপর থেকে তিনি অফিসে না আসায় তার পদত্যাগের গুঞ্জন আরও ডালপালা বিস্তার করে।
ডিসি-এসপিদের সাথে ইসির মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আনিছুর রহমান তার বক্তব্যে বলেন, ‘আপনাদের বক্তব্য শুনলাম। বেশির ভাগই নির্বাচনে আপনাদের সুযোগ-সুবিধাসংক্রান্ত। কিন্তু সামনে জেলা পরিষদ ও উপনির্বাচন আছে।
সেই নির্বাচনে এমপিরা আচরণবিধি ভঙ্গ করে প্রকাশ্যে ভোট দেওয়ার কথা বলছেন। ইসির বিরুদ্ধে কথা বলছেন। কই আপনারা তো আইনানুযায়ী কোনো ব্যবস্থা নিচ্ছেন না? আপনারা কি নপুংসক-নখদন্তহীন হয়ে গেছেন?’
তিনি বলেন, ‘সম্প্রতি অনুষ্ঠিত আমাদের সংলাপে ডিসি-এসপিদের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলেছে। এ ছাড়া অভিযোগ রয়েছে, নির্বাচন কমিশন থেকে আপনাদের যে পরিমাণ সুযোগ-সুবিধা দেওয়া হয়, তা ঠিকভাবে অন্যদের দেওয়া হয় না। সম্মানীভাতা ও ফুয়েল কিনতে টাকা দেওয়া হলেও আপনারা তা দেন না।’ তাঁর এ বক্তব্য শুনে ‘ঠিক না, ঠিক না’ বলে একযোগে প্রতিবাদ করেন ডিসি-এসপিরা। এই পরিস্থিতিতে আনিছুর রহমান বলেন, ‘আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে।’ এতে প্রতিবাদ আরো বাড়ে। অডিটরিয়ামে সিইসির সামনেই ডিসি-এসপিরা প্রতিবাদে এমন হৈচৈ শুরু করলে বক্তব্য বন্ধ রেখে আনিছুর রহমান নিজের আসনে চলে যেতে বাধ্য হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ