Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন ধর্মীয় স্বাধীনতাবিষয়ক দূত ঢাকা আসছেন

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা : মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক দূত ডেভিড স্যাপারস্টেইন বাংলাদেশ সফরে আসছেন। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ডেভিড স্যাপারস্টেইন ১১ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ও ভারত সফর করবেন।
তিনি ভারতের নয়াদিল্লি, বেঙ্গালুরু ও মুম্বাই সফর করবেন। আর বাংলাদেশে তার সফর হবে শুধু ঢাকায়।
সফরকালে ডেভিড স্যাপারস্টেইন সরকার, সুশীলসমাজসহ সংখ্যালঘু এবং সংখ্যাগুরু ধর্মীয় প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করবেন। মার্কিন পররাষ্ট্র দফতর থেকে বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘুদের ওপর হামলার বিষয় নজরদারি করা হয়। প্রতি বছরই বিশ্বের দেশগুলোতে ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব প্রতিবেদন দিয়ে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ