Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুইজনের মৃত্যু বেড়েছে শনাক্তও

দেশে করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২ জন মারা গেছেন। এ সময় শনাক্ত হয়েছেন ৪৫৬ জন। এর একদিন আগে গত মঙ্গলবার শনাক্ত ছিল ৪৬০ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৩৮৮ জন এবং শনাক্ত ২০ লাখ ৩১ হাজার ৬ জন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এসময় প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৯ দশমিক ৫৭ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৯৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৭১ হাজার ৭০০ জন। একই সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৭৬৯টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৭৬৩টি। এখন পর্যন্ত এক কোটি ৪৯ লাখ ২৭ হাজার ৪৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৯ দশমিক ৫৭ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৮ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ। মৃত্যুবরণকারী ২ জন নারী। তারা চট্টগ্রাম ও ঢাকায় অবস্থান করছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ