Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুবর্ণ জয়ন্তী-২০২১ এ ই মার্চেন্ট ব্যাংকিং ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২২, ৬:১০ পিএম

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক আয়োজিত সুবর্ণ জয়ন্তী-২০২১ এ ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড মার্চেন্ট ব্যাংকিং ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করেছে । গতকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তানজিম আলমগীর ইউসিবি ইনভেস্টমেন্টের পক্ষ থেকে এই স্বীকৃতি গ্রহণ করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, জনাব মোঃ তাজুল ইসলাম, এমপি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জনাব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, প্রফেসর ড. শিবলী রুবায়াত-উল-ইসলাম এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড শীর্ষস্থানীয় এবং দ্রুত প্রবৃদ্ধিসম্পন্ন একটি প্রতিষ্ঠান, যেটি ব্যবসা শুরুর মাত্র এক বছরের মধ্যেই ৩৬০-ডিগ্রি ইনভেস্টমেন্ট ব্যাংকিং সেবা প্রদান করে তার যোগ্যতা প্রমাণ করেছে। নিঃসন্দেহে স্বল্প সময়ের মধ্যে এই ধরনের মাইলফলক অর্জন করা গুটিকয়েক প্রতিষ্ঠানের মধ্যে এটি অন্যতম। প্রতিষ্ঠাতা এমডি এবং সিইও-এর নেতৃত্ব এবং দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ পরিবেশে অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ, প্রতিভাবান পেশাদারদের নিয়ে এটি সমস্ত সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য একটি আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ