Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুধুমাত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লোড এক্সেল গ্রহণযোগ্য নয়

চট্টগ্রামে বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী গাড়ির ওজন নিয়ন্ত্রণে ‘লোড এক্সেল যন্ত্র’ নিয়ে প্রশ্ন তুলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সারাদেশে এক নিয়ম আর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আরেক নিয়ম গ্রহণযোগ্য নয়। গতকাল সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। নগরীর কাজির দেউড়িতে আউটার স্টেডিয়ামে এই মেলা শুরু হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, সারাদেশে এক নিয়ম, আর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আরেক নিয়ম তা গ্রহণযোগ্য নয়। সারাদেশের কোথাও পণ্যবাহী গাড়ির ওজন নিয়ন্ত্রণে লোড এক্সেল যন্ত্র নেই, কিন্তু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লোড এক্সেল বসানো হয়েছে, এটা ঠিক নয়। পণ্য পরিবহনে যদি এভাবে বিধি-নিষেধ আরোপ করা হয়, তাহলে পণ্যের ব্যয়ে প্রভাব ফেলবে। জিনিসপত্রের দাম বাড়বে। যা সাধারণ মানুষের জন্যে হবে কষ্টকর। আমি আবারো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীকে কথাটা বলবো এই সিস্টেমটা পরিবর্তন করতে। সারাদেশে যেভাবে আছে, সেভাবেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে করা হোক।

চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে ওজন স্কেল বসানোর কারণে একটি ট্রাকে ১৩ টনের বেশি পণ্য পরিবহন করা যায় না। এ নিয়ে ব্যবসায়ীরা আন্দোলন করে আসছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, পূর্বকোণের চেয়ারম্যান জসীম উদ্দীন চৌধুরী, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, মেলার আহ্বায়ক আবু সামাদ লাবু। প্রায় ৮৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে শুরু হওয়া মেলায় ৬টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ২০০টি স্টল এবং শিশুদের জন্য কিডস জোন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ