Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা জামিন হলো সংগীত পরিচালকের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সংগীত পরিচালক জে কে মজলিশকে জামিন দিয়েছেন আদালত। আবেদনের শুনানি শেষে গতকাল সোমবার ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত বাদীর জিম্মায় জামিন মঞ্জুর করেন। এজাহারের তথ্য মতে, অর্থের বিনিময়ে পুরনো জনপ্রিয় লোকসংগীতগুলোর মিউজিক রি-এরেঞ্জ করলেও জে কে মজলিশ ৩ বছর পর আরটিভি ‘ফোক স্টেশন’র প্রায় আড়াই শ’ গানের স্বত্ব নিজের দাবি করে ইউটিউবে প্রচার করছেন। যা আরটিভি কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তী সময়ে বেঙ্গল মিডিয়া করর্পোরেশন (আরটিভি) থেকে তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। কিন্তু এতে কর্ণপাত না করায় বেঙ্গল মিডিয়া করর্পোরেশন (আরটিভি) কর্তৃপক্ষ জে কে মজলিশসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে। এজাহারভুক্ত অপর দুই আসামি হলেন, জুয়েল ডি কস্তা ও গান বাকশো মিউজিকের মালিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ