Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিস্তা প্রকল্প দ্রুত বাস্তবায়নের ‘সুসংবাদ’ দিলেন চীনা রাষ্ট্রদূত, কড়া নজর ভারতের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২২, ৯:০৬ পিএম

তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সহ তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের দল। রোববার (৯ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ এলাকা ও সেচ প্রকল্প পরিদর্শন করে তারা পুরো এলাকা ঘুরে দেখেন।

এ সময় লি জিমিং উপস্থিত সাংবাদিকদের বলেন, "আমার আসলেই স্থানীয় জনগণের চাহিদা এবং কিসে তাদের ভালো হয় সেটা জানা দরকার। সেটাই আমার বা চীনের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার পাচ্ছে। সত্যিকার অর্থে বিআরআই (চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ) একটি বড় প্রকল্প। আমাদের সব অংশীদারদের কাছ থেকে সব ধরনের অংশগ্রহণ দরকার। তিস্তা একটি বৃহৎ নদী, এটি খনন করতে পারলে এ অঞ্চলের মানুষের জীবনমানের পরিবর্তন হবে। এটি বাংলাদেশে আমার প্রথম কাজ। যদিও এ প্রকল্প বাস্তবায়ন চ্যালেঞ্জের, এরপরও এটি করবো।’
নদীটি খননের সম্ভবতা যাচাই করতেই তাদের দুইদিনের এই সফর জানিয়ে রাষ্ট্রদূত আরও বলেন, "আমাদের প্রকৌশলীরা বিষয়টি খতিয়ে দেখার পর পরিকল্পনা করবো কবে থেকে কাজটি শুরু করা যায়। তবে আশা করছি শিগগির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ করতে পারবো। এটি শুধু এ অঞ্চলের মানুষের জন্য সুসংবাদ নয়, পুরো বাংলাদেশিদের জন্যেও গর্বের বিষয়।"
শুষ্ক মৌসুমে পানি সঙ্কট দূর করা, তীর ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণে তিস্তা নদী ঘিরে সরকারের নেওয়া মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে বলে জানান রাষ্ট্রদূত লি জিমিং।

তিনি বলেন, "তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে। এখানকার মানুষ, আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ, লোকজনের চিন্তা-ভাবনা, মানসিকতা তিস্তা মহাপরিকল্পনার পক্ষেই। তাই আমরা এই মহাপরিকল্পনাটির পুরো বিষয় নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করব।"

এ বিষয়ে হাতীবান্ধা-পাটগ্রাম আসনের সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী মোতাহার হোসেন বলেন, "চীনের রাষ্ট্রদূত এখানে আসছেন। উনার সাথে আলোচনায় দেখলাম, উনারা খুব পজিটিভ এই ব্যারেজের কাজ করতে। আমিও ব্যক্তিগতভাবে (এটা) মনে করি। আমি ১১/১২ বার চীন গিয়েছি। ৫ বার আমি ওদের হোয়াং হো নদী দেখতে গিয়েছিলাম। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে, তারাই পারবে, আর কেউ পারবে না। চীন দিয়েছে আট হাজার চারশো কোটি টাকা। আর ভারত দিয়েছে দুই হাজার চারশো কোটি টাকা। আমাদের ফাইনান্সাররা (বিশ্বব্যাংক, এডিবি) বললো, এটা কিভাবে সম্ভব! দুই হাজার কোটি আর আট হাজার কোটি!"

এ সময় আরও উপস্থিত ছিলেন- রংপুর পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চল প্রকৌশলী আমিনুল হক ভূঁইয়া, লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, ডালিয়া পনি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা উদ্দৌলা, লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টিএম মমিন, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।

উল্লেখ্য, ২ দিনব্যাপী এই সফরের দ্বিতীয় দিনে আগামীকাল চীনা রাষ্ট্রদূতের নেতৃত্বে দলটি পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ২ দেশের মধ্যে প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। তারা গাইবান্ধায় তিস্তা নদীর ওপর নির্মাণাধীন ব্রিজও পরিদর্শন করবেন।

সম্প্রতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারত গিয়েছিলেন। সেখানে নানা ইস্যুতে আলোচনা-অগ্রগতি হলেও তিস্তার পানি বণ্টন চুক্তি বরাবরের মতো এবারও অধরাই থেকে যায়। ভারতের সংবাদ মাধ্যম এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তিস্তা চুক্তি এখন ভারতের ওপরই নির্ভর করছে।

ওদিকে, গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে, তিস্তা নদীর সার্বিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প হাতে নিয়েছে চীন। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর বলছে, চীন সরকার নিজ উদ্যোগ ও খরচে দুই বছর ধরে তিস্তার ওপর সমীক্ষা চালিয়ে একটি প্রকল্প নির্মাণের প্রস্তাব দেয়। প্রকল্প প্রস্তাব অনুযায়ী, তিস্তা নদীর ভূপ্রাকৃতিক গঠনে ব্যাপক পরিবর্তন আনা হবে। তাছাড়া, ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফর করেছিলেন। সে সময় দুই দেশের মধ্যে যে ২৭টি প্রকল্পের চুক্তি হয়েছিল সেগুলোর মধ্যে তিস্তা প্রকল্পও ছিল। সবমিলিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের আগ্রহ এবং কূটনীতিকদের দৌড়ঝাঁপে ভারত যে কড়া নজর রাখবে তা বলাইবাহুল্য।



 

Show all comments
  • MD Monjur Elahi ১০ অক্টোবর, ২০২২, ৬:৫৮ এএম says : 0
    এরকম বহুবার পরিদর্শন করা হয়েছে এবং অদুর ভবিষৎে আরও করা হবে কিন্তু দাদাদের বাঁধার কারনে প্রকল্পের কাজ আর শুরু হবে না,,এটা ভোট নেওয়ার একটা ধান্দা মাত্র।
    Total Reply(0) Reply
  • Tofael Sikder ১০ অক্টোবর, ২০২২, ৬:৫৮ এএম says : 0
    নজর কে নজরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলেই তিস্তা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ্।
    Total Reply(0) Reply
  • bashir uddin ১০ অক্টোবর, ২০২২, ১১:২৪ এএম says : 0
    bashiruddin
    Total Reply(0) Reply
  • bashir uddin ১০ অক্টোবর, ২০২২, ১১:২৬ এএম says : 0
    পরিদর্শনের পরপরই ২জন কে গুলি করে মারছে। এরকম বহুবার পরিদর্শন করা হয়েছে এবং অদুর ভবিষৎে আরও করা হবে কিন্তু দাদাদের বাঁধার কারনে প্রকল্পের কাজ আর শুরু হবে না,, এটা শুধু সময়ের ব্যাপার । আমরা পদ্মা সেতু তৈরী করতে পেরেছি কিন্ত বিকল্প বাধ তৈরী করতে পারিনি যে বাধ তৈরী করলে আমরা আমাদের কৃত্রিম বন্যার থেকে বেচে যাবো
    Total Reply(0) Reply
  • M. A. K Dippto ১০ অক্টোবর, ২০২২, ৭:০০ এএম says : 0
    স্বাধীনতার পর থেকেই তথাকথিত ভারত তিস্তানদীর ন্যায্য পানি নিয়ে বাংলাদেশের সাথে মীরজাফরি আর বেঈমানি জোচ্চুরির মতো দাদাগিরি করে চলেছে এখন চীনের সহায়তায় তিস্তার নতুন প্রকল্পে চীনের বাবাগিরির ঠেলা সামলাবে বলে এদেশের দেশপ্রেমী জনগণরা আশা করে...!!!
    Total Reply(0) Reply
  • Ruhul Amin ১০ অক্টোবর, ২০২২, ৩:৩৯ পিএম says : 0
    তিস্তা নদীর অসহনীয় বন্যা, খরা আর নদী ভাঙ্গনে নিঃস্ব মানুষগুলোর জন্য এটা অপরিহার্য। তাই আমরা তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন চাই।
    Total Reply(0) Reply
  • Saifullah ১০ অক্টোবর, ২০২২, ৭:০৫ এএম says : 0
    ভারতের কারণে এটি এখনও সফল হবে না। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে ক্ষমতায় থাকার জন্য ভারতের সমর্থন আদায়ের জন্য সরকার এখন এটিকে ভারতের বিরুদ্ধে তাদের অস্ত্র হিসাবে ব্যবহার করছে।
    Total Reply(0) Reply
  • Humayan Kabir ১০ অক্টোবর, ২০২২, ৬:৫৮ এএম says : 0
    আজ পরিদর্শনের পরপরই ২জন কে গুলি করে মারছে।
    Total Reply(0) Reply
  • Anwar Hosain ১০ অক্টোবর, ২০২২, ৬:৫৯ এএম says : 0
    খুবই ভাল একটি প্রকল্প, এতে বাংলাদেশ লাভবান হবে। কিন্তু দেখার বিযয় ভারতীয় বাবুরা এটাকে কিভাবে নেয়।
    Total Reply(0) Reply
  • Ashraful Alam ১০ অক্টোবর, ২০২২, ৬:৫৯ এএম says : 0
    এটা শুধু সময়ের ব্যাপার । আমরা পদ্মা সেতু তৈরী করতে পেরেছি কিন্ত বিকল্প বাধ তৈরী করতে পারিনি যে বাধ তৈরী করলে আমরা আমাদের কৃত্রিম বন্যার থেকে বেচে যাবো
    Total Reply(0) Reply
  • Nazrul Islam ১০ অক্টোবর, ২০২২, ৬:৫৯ এএম says : 0
    দ্রুত বাস্তবায়ন চাই।
    Total Reply(0) Reply
  • Tamim Al-Adnani ১০ অক্টোবর, ২০২২, ৭:০০ এএম says : 0
    দ্রুত জাতীয় স্বার্থে প্রকল্প বাস্তবায়ন চাই
    Total Reply(0) Reply
  • Ruhul Amin ১০ অক্টোবর, ২০২২, ৩:৩৮ পিএম says : 0
    তিস্তা নদীর অসহনীয় বন্যা, খরা আর নদী ভাঙ্গনে নিঃস্ব মানুষগুলোর জন্য এটা অপরিহার্য। তাই আমরা তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন চাই।
    Total Reply(0) Reply
  • Md Hatem Ali ১০ অক্টোবর, ২০২২, ৮:৪৩ এএম says : 0
    খুবই ভাল একটি প্রকল্প,এতে বাংলাদেশ লাভবান হবে। দ্রুত বাস্তবায়ন চাই।
    Total Reply(0) Reply
  • শাহ মোহাম্মদ তিতুমীর। ১০ অক্টোবর, ২০২২, ৮:৫২ এএম says : 0
    আমাদের পররাষ্ট্র নীতি শুধু মাত্র ভারত কেন্দ্রীক।এই প্রথা পুরোপুরি ভেংগে ফেলা উচিৎ।ভারত আমাদের প্রতি বরাবরই বড় ভাই সুলভ আচরণ করে যা কুটনৈতিক শিষ্ঠাচার পরিপন্থী। বিচার মানি তালগাছ আমার।এই রকম প্রতিবেশী থেকে ভালো কিছু আশা করা বোকামি।প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সঠিক।এখন দেশের স্বার্থে এখন চীনকে অগ্রাধিকার দেয়া উচিৎ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ