Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে একদলীয় শাসন চলছে

চট্টগ্রামে সৈয়দ মুহাম্মদ ইবরাহীম

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

বর্তমানে দেশে গণতন্ত্রের মোড়কে একদলীয় শাসন চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বীরপ্রতীক। তিনি বলেন, দেশে আইনের শাসন বলতে কিছু নেই। গুম, খুন, হামলা, মামলা নিত্যদিনকার ঘটনা। মানুষের জীবনের নিরাপত্তা বলতে কিছু নেই। ঘর থেকে বের হলে আবার সুস্থ শরীরে ফিরতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই।

গতকাল চট্টগ্রামে একটি রেস্টুরেন্টে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছরেও দেশে ভোটের অধিকার ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। সাহসী মেধাবী তরুণদের হাত ধরেই রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। আমরা আশা করছি নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের আলোর দিশা দেখাবে। বিদেশে আমাদের কোনো শত্রু তৈরি হোক সেটা বাংলাদেশ কল্যাণ পার্টি কামনা করেনা। আমরা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির পক্ষে। যেসব দেশের সঙ্গে যোগাযোগ নেই সেসব দেশের সঙ্গে যোগাযোগ তৈরি করতে হবে।

সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বলেন, অনিয়ম ও দুর্নীতিতে দেশটা ডুবছে, সিন্ডিকেট ব্যবসা, চাঁদাবাজি সর্বোপরি ব্যাংক লোপাট করে বিদেশে অর্থ পাচার কোনোভাবেই এসব নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই সরকার ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে। তাদের এবার বিদায় নেয়ার সময় হয়েছে। তিনি বলেন, একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। সব বিরোধী রাজনৈতিক নেতা-কর্মী ও দলগুলোর দাবির প্রতি আমরা একাত্মতা ঘোষণা করছি। অবিলম্বে সব মিথ্যা রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে। আলেম ওলামাদের মুক্তি দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন, স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ ইলিয়াছ, যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল হাসান সাকিব, চট্টগ্রাম মহানগর সভাপতি সাজিদ ইসলাম ইকবাল, সেক্রেটারি অ্যাডভোকেট মামুন জোয়ার্দার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ