Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বকশি বাজার এলাকায় জনসাধারণের প্রবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

ইউনানি-আয়ুর্বেদিক পরীক্ষা ১০-১৬ অক্টোবর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

আগামীকাল থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ বোর্ড অব ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন-এর বার্ষিক কোয়ালিফাইং ডিইউএমএস (ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি) এবং ডিএএমএস (ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিএমপি। এদিকে বকশি বাজারে অনুষ্ঠেয় ‘সরকারি মাদরাসা-ই-আলিয়া’ পরীক্ষা চলাকালীন কেন্দ্রের সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
গতকাল শনিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এ আদেশ আগামীকাল থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ