Inqilab Logo

শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সড়কে এক সাপ্তাহে ৩২২ দুর্ঘটনায় মৃত্যু ৬৩

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

রোড এক্সিডেন্টে মৃত্যুর কমছেই না। প্রতিদিন মৃত্যুর ঘটনা ঘটছে সড়কে। অথচ কতৃপক্ষে সড়কে নিরাপত্তা আনার ব্যাপারে কোনো উদ্যোগই নেই। গত ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত সারাদেশে ৩২২ সড়ক দুর্ঘটনায় ৬৩ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো ২৪৪ জন। গতকাল শুক্রবার দুর্ঘটনারোধে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য রোড’ এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দুর্ঘটনারোধে বাস-ট্রাকসহ সব পরিবহনে গতি নির্ধারণ করে দেওয়ার আহ্বান জানিয়েছে সেভ দ্য রোড। একই সঙ্গে দুর্ঘটনা রোধে দেশের সব সড়ক-মহাসড়ক ও সেতুতে বাইক লেন জরুরি ভিত্তিতে বাস্তবায়নেরও দাবি জানিয়েছে তারা।
সংগঠনের মহাসচিব শান্তা ফারজানা বলেন, শুধুমাত্র ৭ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৩টি দুর্ঘটনা ঘটেছে কেবলমাত্র বেপরোয়া বাহন চালানোর কারণে। সেই সঙ্গে ছিল ফিটনেসলেস বাহন। এভাবে বাংলাদেশে সড়কপথকে মৃত্যুপথ করার নেপথ্য নায়ক তাদেরকে ‘না’ বলতে হবে।
বাংলাদেশকে সড়ক দুর্ঘটনামুক্ত করতে বিআরটিএ’র ম্যাজিষ্ট্রেট টিমকে সক্রিয় করার দাবি জানিয়ে তিনি বলেন, ফিটনেসবিহীন বাহন যেন রাস্তায় না নামতে পারে সেজন্য বাস ডিপোতে গিয়ে পরিদর্শন করুন। চালকের লাইসেন্স আছে কি না তদারকি করতে শ্রমিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করে পদক্ষেপ নিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ