Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুটপাথ দখলমুক্তে ডিএসসিসির অভিযান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২২, ১২:১৪ এএম

রাজধানীর মৌলভীবাজারে ফুটপাথ দখল করে গড়ে তোলা অস্থায়ী অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। গতকাল বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এর নেতৃত্বে মৌলভীবাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ফুটপাথ দখল করে গড়ে তোলা ৩০টি অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। এছাড়াও সামনের ফুটপাথে মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘœ সৃষ্টি করায় অভিযানকালে ১১টি প্রতিষ্ঠানকে ১১টি মামলায় ৫০ হাজার টাকা অর্থদÐ ও জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, স্থায়ী হাট-বাজারগুলোতে পথচারীদের চলাচলে যেন বিঘœ সৃষ্টি না হয় সেলক্ষ্যে মেয়রের নির্দেশনার আলোকে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
অভিযানকালে অন্যান্যের মধ্যে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ