Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগৈলঝাড়া থেকে নিখোঁজ মাদরাসা ছাত্র নেয়ামত উল্লাহ উদ্ধার

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বরিশালের আগৈলঝাড়া থেকে নিখোঁজ মাদরাসা ছাত্র নেয়ামত উল্লাহ (১৬) উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার ভোরে ঢাকার গেন্ডারিয়ার কদমরসুল মোড়সংলগ্ন মোখলেসের হোটেল থেকে তাকে নিজেদের হেফাজতে নেয় স্থানীয় থানা পুলিশ।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, ছেলেটি তার বাবার কাছে সামান্য কিছু টাকা
  চেয়েছিল।  বাবা টাকা না দেয়ায় সে রাগ করে লঞ্চে চড়ে ঢাকায় চলে আসে। লঞ্চে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। আমিনুল ইসলাম তাকে গেন্ডারিয়া নিয়ে যায়। তার ভাতের হোটেলে নেয়ামতুল্লাহকে কাজ দেয়। এসময় ছেলেটি তার মোবাইল বন্ধ রাখে। গতকাল শুক্রবার সকালে মোবাইল খোলার পরই তার ঠিকানা পাওয়া যায়। এরপর তাকে থানায় নিয়ে আসা হয়। তিনি আরো জানান, উদ্ধার হওয়া কিশোরকে তার অভিভাবক ও বরিশালের আগৈলঝাড়া থানা থেকে আসা পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। নেয়ামত উল্লাহ সে যে মাদরাসায় পড়ছে, তার বাবা সে মাদরাসার মাসিক বেতন ঠিকমতো না দেয়ায় অভিমানে ঢাকায় আসার  সিদ্ধান্ত নেয় সে।
বরিশালের আগৈলঝাড়ার জামিয়াতুল নাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নেয়ামত উল্লাহ। ১৬ বছর বয়সী এ ছাত্র ছয়দিন ধরে নিখোঁজ রয়েছে বলে গত রোববার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ওই কিশোর নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর তার মায়ের ফোনে ক্ষমা চেয়ে একটি খুদে বার্তা পাঠায়। এতে লেখা ছিলÑ মা, আমাকে ক্ষমা করো। আমি যেথায় থাকি না কেন, চিন্তা করবে না।
জিডিতে বলা হয়, ১০ দিনের ছুটি শেষে গত ২৭ নভেম্বর মাদরাসায় ফিরে আসে ছেলেটি। গত ৩০ নভেম্বর জোহরের নামাজ আদায় করে সে মাদরাসা থেকে নিখোঁজ হয়। এর পর আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে তাকে পাওয়া যায়নি। এরপর তার বাবা খোরশেদ ব্যাপারী আগৈলঝাড়া থানায় জিডি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ