Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদী ওয়ার্ক ভিসার আবেদন ১৫ অক্টোবর থেকে শাপলা সেন্টারে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২২, ১:২৪ এএম

আগামী ১৫ অক্টোবর থেকে ওয়ার্ক ভিসার আবেদন আর সরাসরি জমা নেবে না ঢাকাস্থ সউদী দূতাবাস। এর পরিবর্তে শাপলা সেন্টারে ওয়ার্ক ভিসার আবেদন জমা দিতে হবে। ঢাকাস্থ সউদী দূতাবাসের সামনের ভিড় এর ফলে কমে যাবে বলে আশা করা যাচ্ছে।
দূতাবাস কর্তৃপক্ষ গত মঙ্গলবার রাতে এক সার্কুলারে জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে ঢাকার ভিভা তারা রোডস্থ শহীদ আব্দুল আজিজ বিল্ডিংয়ের শাপলা সেন্টারের মাধ্যমে ওয়ার্ক ভিসার পাসপোর্ট গ্রহণ ও একই স্থান থেকে ডেলিভারি দেয়া হবে। উক্ত তারিখ থেকে দূতাবাস সরাসরি কোনো এজেন্সির পাসপোর্ট গ্রহণ করবে না।
এ সিদ্ধান্তের ফলে প্রখর রোদ বা বৃষ্টির মাঝে দূতাবাসের সামনে দাঁড়িয়ে থেকে রিক্রুটিং এজেন্সীর প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে যে কষ্টের শিকার হয়ে এসেছেন তা লাঘবের পাশাপাশি নিশ্চিন্তে তাদের ভিসার আবেদন জমা দিতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ