Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনসমক্ষে মুসলিমকে পুলিশের মারধরের ভিডিও ফাঁস

গুজরাটে গরবা ভেন্যুতে কথিত হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২২, ১২:১৫ এএম

গত সোমবার রাতে ১৫০ থেকে ২০০ জনের একটি জনতা গুজরাটের খেদা জেলার উন্ডেলা গ্রামে একটি গরবা অনুষ্ঠানস্থলে হামলা চালায় বলে অভিযোগ। গ্রাম রক্ষক দলের এক জওয়ানসহ আটজন আহত হয়েছেন। এ ঘটনার জন্য সংখ্যালঘু স¤প্রদায়ের লোকদের অভিযুক্ত করা হয়।

গত মঙ্গলবার বিকেলে খেদা পুলিশ সন্দেহভাজনদের আটক করছে এমন ভিডিও ক্লিপ প্রচারিত হয়েছে। পুলিশ মুসলিমদের একটি খুঁটির সাথে বেঁধে লাঠি দিয়ে মারধর এবং গ্রামবাসীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করে। ভিডিও ক্লিপে শিশুসহ গ্রামবাসীদের পুলিশের তৎপরতা দেখতে এবং অভিযুক্তদের মারধরের সময় উল্লাস করতে দেখা গেছে।

ভিডিও ক্লিপটি সম্পর্কে জিজ্ঞাসা করলে আহমেদাবাদ রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল ভি চন্দ্রশেখর মিডিয়াকে বলেন, তিনি এমন কোনো ভিডিও ক্লিপ দেখেননি। পুলিশের পক্ষ থেকে কোনো আইন লঙ্ঘন হলে তিনি তদন্ত করে ব্যবস্থা নেবেন। সূত্র : পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ