Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তরার নতুন আতঙ্ক গ্যাঞ্জাম পার্টি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২২, ১২:১৫ এএম

টার্গেট পথচারির সঙ্গে পরিকল্পিতভাবে ধাক্কা লাগিয়ে গ্যাঞ্জাম সৃষ্টি করে ছিনতাই করাই একটি চক্রের কাজ। এ কারনে পুলিশের ভাষায় এ চক্রের নাম গ্যাঞ্জাম পার্টি। আর এ চক্রের প্রধান হচ্ছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নাম আল রাজু। রাজধানীর উত্তরায় গড়ে ওঠা এ চক্রের বিচরন এখন রাজধানীজুড়ে। মঙ্গলবার রাতে এ চক্রের মূলহোতা মো. আল রাজুসহ দু’জনকে গ্রেফতার করেছে উত্তরা থানা পুলিশ। গ্রেফতারকৃত রাজুর সহযোগীর নাম মো. সুমন খান।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন জানিয়েছেন, এরা উত্তরায় মানুষের গায়ে পড়ে ঝগড়া করে। এরপর ছিনতাই করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজুর নেতৃত্বে গড়ে ওঠা গ্যাঞ্জাম পাটি নামে ছিনতাই চক্রের সদস্যরা রাতে পথচারী কিংবা গাড়িচালকদের সঙ্গে পরিকল্পিতভাবে ঝগড়া লাগায়। এরপর কৌশলে তাদের টাকা-পয়সা, মোবাইল, ল্যাপটপ ছিনিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এর আগে একই অভিযোগে দুটি মামলা আছে। এসব মামলায় গ্রেফতার হয়ে জেলও খেটেছে এই দুই জন।
গত মঙ্গলবার গভীর রাতে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। রাজু ঢাকা জেলার তুরাগ থানার ভাবনারটেক এলাকার নুর আলমের ছেলে। অপর আসামি সুমন পিরোজপুরের কাউখালী উপজেলার রুস্তম আলী খানের ছেলে।

গ্যাঞ্জাম পার্টি’র মূলহোতা রাজুর ৮-১০ জনের একটি গ্রæপ আছে। তারা রাতে উত্তরাসহ ঢাকার বিভিন্ন এলাকায় আড্ডা দেয়। এরপর কোনও পথচারীকে একা পেলে তার সঙ্গে একজন পরিকল্পিতভাবে ধাক্কা খেয়ে এই আমারে ধাক্কা দিলি ক্যান বলে ঝগড়া লাগিয়ে দেয়। এ সময় অন্য সদস্যরা আশপাশ থেকে এসে তাকে মারধর শুরু করে। এরপর তার কাছে থাকা টাকা, মোবাইল ফোন হাতিয়ে পালিয়ে যায় বলেও জানিয়েছে পুলিশ।

একইভাবে কোনও গাড়িচালককে একা দেখলেও একজন ইচ্ছাকৃত গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে আমাকে গাড়ি দিয়ে ধাক্কা দিলি ক্যান বলে ঝগড়া শুরু করে দেয়। এরপর মারধর করে সব হাতিয়ে নেয়। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় একই কায়দায় রাজু ও সুমন ঝগড়া লাগায় লুৎফুর রহমান নামে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে। লুৎফুর রহমান রাত সাড়ে ১১টায় প্রাইভেটকার চালিয়ে আসছিলেন। হঠাৎ তার গাড়ির সামনে এসে রাজু বলে ওঠে আমাকে গাড়ি দিয়ে ধাক্কা দিলি ক্যান। এ সময় মারধর করে টাকা, মোবাইল ফোন নিতে চাইলে চিৎকার শুরু করেন লুৎফুর। এ সময় পুলিশের টহল টিম দুই জনকে গ্রেফতার করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ