পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জেলা বিএনপির সম্মেলন নিয়ে কর্মিদের হতাশা ও ক্ষোভ শীর্ষক সংবাদ দৈনিক ইনকিলাবে প্রকাশের পর আগামী জরুরি সভা ডেকেছে দলটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা এক বিএনপি নেতার পোস্ট থেকে এ খবর জানা গেছে। আগামি ৭ অক্টোবর বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় বগুড়ার ১১ উপজেলা ও ১২টি পৌরসভা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের উপস্থিত থাকতে বলেছেন দলের জেলা আহŸায়ক কমিটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম। খোঁজ নিয়ে জানা যায়, বারবার তারিখ দিয়েও তা বাস্তবায়নে ব্যর্থতার কারণে জেলা বিএনপির সর্বস্তরের কর্মি ও দলের হাই কমান্ড খুবই ক্ষুব্ধ ছিলো। এমন প্রেক্ষাপটে গতকাল বুধবার ইনকিলাবে এসংক্রান্ত একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশিত হলে জেলা বিএনপির নেতারা মারাত্মক চাপের মুখে পড়েন। দলের একাধিক সুত্রে জানা গেছে, সভায় সম্ভবত অক্টোবরের ২০ অথবা ২৯ তারিখে জেলা সম্মেলনের তারিখ জানিয়ে দেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।