পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদিপ্ত বিশ্বাস খুনের মামলায় অভিযোগ গঠনের একদিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন এক আসামি ছাত্রলীগ নেতা। এর ফলে মামলায় অভিযুক্ত ২৪ আসামিই এখন জামিনে আছেন। গতকাল মঙ্গলবার অভিযুক্ত আবু জিহাদ সিদ্দিকী চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আমিরুল ইসলামের বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন।
দুই হাজার টাকার মুচলেকায় তাকে আদালত জামিন দিয়েছেন বলে জানান আসামির আইনজীবী আবদুল্লাহ হাসান পিকু। সোমবার চার্জ গঠনের শুনানির দিনে তিনি অসুস্থতার জন্য হাজির হতে পারেননি। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। অভিযোগ গঠনের পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপর তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
নগরীর লালখান বাজার এলাকার বাসিন্দা আবু জিহাদ সিদ্দিকী (২৮) মহানগর ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক উপ সম্পাদক। তিনি সুদিপ্ত হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারী হিসেবে পরিচিত। এ মামলায় মাসুমসহ ২৪ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।