Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুৎ বিপর্যয় অনলাইন ব্যাংকিং সেবা বিঘ্নিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

বিদ্যুৎ না থাকার পাশাপাশি ইন্টারনেট সমস্যার কারণে অনলাইন ব্যাংকিং সেবা বিঘিœত হচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার পর থেকে বিদ্যুৎ না থাকায় রাজধানীর এটিএম বুথগুলো বন্ধ হয়ে গেছে। ফলে টাকা উত্তোলন করতে আসা গ্রাহকরা ভোগান্তিতে পড়ছেন। রাজধানীর হাটখোলা রোডে সিটি ব্যাংকের একটি বুথ থেকে টাকা উত্তোলন করতে আসা গ্রাহক সাবিনা জামান বলেন, বিদ্যুৎ না থাকায় সিকিউরিটি গার্ড আমাকে বুথের ভেতরেই ঢুকতে দিচ্ছে না। গার্ড বলছে অন্ধকারে যাওয়া যাবে না। বিদ্যুৎ এলে এসে টাকা ওঠাবেন। তার মতই ভুক্তভোগী পল্টনের রিজাউল করিম। তিনি পল্টনের বিজয়নগরে একটি ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে গিয়েও ওঠাতে পারেননি। তিনি ব্যাংকটির বুথে ঢুকে দেখেন সার্ভার নেই। ফলে তিনি টাকা তুলতে পারেননি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক বুথের সিকিউরিটি গার্ড বলেন, বিদ্যুৎ না থাকায় চুরি-ছিনতাই হতে পারে, এ ভয়ে কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছি না। জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে গতকাল দুপুর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। সন্ধ্যার পর ঢাকাসহ সারাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। তিনি বলেন, সঞ্চালন লাইনে একটি ঝামেলা হয়েছিল। পূর্বাঞ্চলের ঝামেলা এরইমধ্যে সমাধান হয়েছে। বাকিগুলোও সমাধান হচ্ছে। ঢাকা-টঙ্গী এলাকায় এখনো ঝামেলা আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ