Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারের পতনের জন্য আরেকটি মুক্তিযুদ্ধ প্রয়োজন : আ স ম রব

জেএসডির কেন্দ্রীয় কাউন্সিল ১০ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, অনির্বাচিত ও অগণতান্ত্রিক এ সরকারের পতনের জন্য আরেকটি মুক্তিযুদ্ধ প্রয়োজন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমরা ভৌগোলিক স্বাধীণতা লাভ করেছি। এবারের মুক্তি যুদ্ধে আমরা আমাদের অধিকার অর্জন করবো। উত্তরার বাসায় গতকাল অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির এক সভায় তিনি এ কথা বলেন।

আ স ম আবদুর রব বলেন, বিদ্যমান অনির্বাচিত অগণতান্ত্রিক সরকারের পতন, অমানবিক নিপীড়নমূলক রাষ্ট্রব্যবস্থার উচ্ছেদ, সংবিধান সংস্কার ও রাষ্ট্র রূপান্তরের প্রশ্নে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’ অনিবার্য হয়ে পড়েছে। ’৭১ সালে মুক্তিযুদ্ধে আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি। এবার জনগণের আকাক্সক্ষাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ের রূপ হবে গণআন্দোলন, গণজাগরণ এবং গণঅভ্যুত্থানমূলক। বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান, আঞ্চলিক ও ভূরাজনীতি এবং অভ্যন্তরীণ রাজনীতির বন্ধ্যত্ব ও সীমাবদ্ধতাকে গভীরভাবে পর্যালোচনা করতে না পারলে, বাংলাদেশের অখণ্ডতা চরম ঝুঁকিতে পড়বে। বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার স্বার্থে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’ হবে একমাত্র রক্ষাকবচ। দ্বিতীয় মুক্তিযুদ্ধের অন্যতম নিয়ামক শক্তি হবে জেএসডি।

সভায় দলের কেন্দ্রীয় কাউন্সিল আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়। জেএসডির সহ-সভাপতি তানিয়া রবকে আহ্বায়ক, শহীদ উদ্দিন মাহমুদ স্বপনকে সদস্যসচিব করে ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কাউন্সিল-২২ এর প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কাউন্সিলের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, স্বৈরাচারী সরকারের পতন, রাষ্ট্র সংস্কার ও রূপান্তরে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধের’ ডাক।

সভায় আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ মিয়া, তানিয়া রব ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ