পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নৌকায় উঠতে গিয়ে পা পিছলে কর্ণফুলীতে পড়ে নিখোঁজ লাইটারেজ জাহাজ মালিক হাজী বাহারুল আলম বাহারের (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর গতকাল শনিবার সকালে নগরীর বাকলিয়া থানার মন্দিরঘাট এলাকায় নদীতে তার ভাসমান লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে নৌ পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। বাহারের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার ভবানিপুর গ্রামে। তিনি কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায় বাড়ি বানিয়ে পরিবার নিয়ে থাকতেন। দু’টি লাইটারেজ জাহাজের মালিক বাহার নগরীর মাঝিরঘাট এলাকার মেসার্স বিজয় শিপিং অ্যান্ড ট্রেডিং এজেন্সির কর্ণধার। লাইটারেজ ঠিকাদার সমিতির কার্যনির্বাহী সদস্য পদেও ছিলেন তিনি। নৌ পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে নগরীর সদরঘাটে নৌ পারাপারের ঘাট থেকে নদীর দক্ষিণ প্রান্তে ইছানগর যাওয়ার জন্য নৌকায় উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি। সাথে সাথে প্রবল জোয়ারে তলিয়ে যান তিনি। এরপর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নৌ পুলিশের সহায়তায় তল্লাশি অভিযান চালালেও সন্ধান মেলেনি তার। নৌ পুলিশের সদরঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ একরাম উল্লাহ জানান, কর্ণফুলী সেতুর পূর্বে শহর প্রান্তে মন্দিরঘাট এলাকায় নিখোঁজ বাহারের লাশ ভেসে আসে। পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।