পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কূটনৈতিক সংবাদদাতা : রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল সকালে শুরু হয়েছে অভিবাসন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) নবম আসর। সম্মেলনের প্রথম দুই দিন অভিবাসন নিয়ে কাজ করা বিশ্বের বিভিন্ন দেশের বেসরকারি প্রতিনিধিরা অভিবাসন, উন্নয়ন ও সুশাসন সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করবেন। আগামীকাল থেকে শুরু হবে সরকারি পর্যায়ের আলোচনা, চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। সরকারি পর্বটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।
সম্মেলনের প্রথম দিনে গতকাল সকালে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৩০০ নাগরিক প্রতিনিধি অংশ নেন। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে এবারের সম্মেলনের চেয়ারম্যান পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেন, এ বছরটি অভিবাসনের জন্য সারা পৃথিবীতে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, অভিবাসন খাতের সব সমস্যা সমাধানে নাগরিকদেরই বেশি উদ্যোগ নিতে হবে। সরকার ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। অধিবেশনে সভাপতিত্ব করেন সিভিল সোসাইটির চেয়ার কলিন রাজা।
উল্লেখ্য, অভিবাসন ও উন্নয়ন নিয়ে জাতিসংঘের উদ্যোগে এক দশক আগে জিএফএমডি সম্মেলনের উদ্যোগ নেয়া হয়। গত বছর তুরস্কের কাছ থেকে বাংলাদেশ এর চেয়ারম্যান পদ লাভ করে। ২০০৭ সালে বেলজিয়ামে প্রথম এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২০০৮ সালে ফিলিপাইনে, ২০০৯ সালে গ্রিসে, ২০১০ সালে মেক্সিকোতে, ২০১১ সালে সুইজারল্যান্ডে, ২০১২-১৩ সালে মরিশাসে, ২০১৩-১৪ সালে সুইডেনে ও ২০১৫ সালে তুরস্কে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে নবম সম্মেলন। দশম সম্মেলন হবে জার্মানিতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।