পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
লোডশেডিং সংকট থেকে উত্তরণ ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে গত ২৪ আগস্ট থেকে সরকারি ও স্বায়ত্বশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হলেও সেই সময় সূচি পরিবর্তন করা হচ্ছে। আগামী মাস থেকে অফিসের সময় সূচি সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৪ অক্টোবর দেশে ফেরা পরে মন্ত্রিসভার বৈঠকে তা উখাপন করা হবে বলে জানা গেছে।
গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক অতিরিক্ত সচিব ইনকিলাবকে বলেন, এখন শরৎকাল চলছে। সামনে হেমন্তকাল এর পরে শীতকাল আসছে। সে কারণে অফিস সময় সূচির পরিবর্তন করা হয়। লোডশেডিং সংকট থেকে উত্তরণ ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে গত ২৪ আগস্ট থেকে সরকারি ও স্বায়ত্বশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলছে। সেটা বেশিদিন আর চলবে না। তাই নতুন করে প্রস্তাব করা হচ্ছে।
জানা গেছে, গত ২২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভাচুয়াল মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায় গত ২৪ আগস্ট থেকে সকল সরকারি এবং স্বায়ত্বশাসিত অফিসগুলো ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করার সিদ্ধান্ত হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষ থেকে মন্ত্রী ও সংশ্লিষ্টরা অংশ নেন। ওই দিন বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমানে সরকারি এবং স্বায়ত্বশাসিত অফিসগুলো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস সময় নির্ধারিত আছে। তবে রমজান মাসে অফিস সময় থাকে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত। গত ২৪ আগস্ট সব সরকারি এবং স্বায়ত্বশাসিত অফিসগুলো ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। স¤প্রতি বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে তেলের দাম বৃদ্ধি এবং কৃচ্ছতা সাধনের জন্য অফিস সময় কমানোর উদ্যোগ নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি অফিসগুলোতেৃ আমি বুঝলাম না এগুলো কেন। আমরা কিন্তু কেবিনেট মিটিংয়ে সময় পর্দা নামানো ছিল, সব পর্দা তুলে দিয়েছি। অর্ধেকও লাগে না (লাইট)। সেটা নির্দেশনাতে ছিল সরকারি অফিসগুলোতে কোথাও পর্দা টানানো থাকবে না। লাইট যত সম্বভ কম, এয়ারকুলার যত সম্ভব কম ব্যবহারের নির্দেশনা ছিল। আনার সুপারিশ করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায়। এ ছাড়া সারা দেশে এসির ব্যবহার ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে যেন না নামে সেই ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে সভায়। সেপ্টেম্বরের আগে সংকট উত্তরণের সম্ভাবনা কম বলে সভায় জানানো হয়। সভাশেষে জানানো হয়, দেশের বিদ্যুৎ উৎপাদন সাড়ে ১২ হাজার মেগাওয়াট। আর চাহিদা ১৪ হাজার ৫০০ মেগাওয়াট। লোডশেডিং ৫০০ মেগাওয়াটের। তাই বিদ্যুতের ব্যবহার কমাতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।