পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলা সাহিত্যের প্রাণপুরুষ, সংস্কৃত পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর ২০৩তম জন্মদিন উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন গণগ্রন্থাগার অধিদপ্তর এর আয়োজনে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর বিএসএল ভবনস্থ গণগ্রন্থাগার অধিদপ্তরের বর্তমান অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান। গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুবকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে। মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক খান মাহবুব।
আলোচনা সভায় বক্তারা ঊনিশ শতকের নতুন গদ্যরীতির প্রবর্তক, সমাজ সংস্কারক, বিধবা বিবাহ রীতির প্রবর্তক, রেনেসাঁ-মানব বিদ্যাসাগরের আদর্শ ও দর্শন আজকের দিনে প্রাসঙ্গিক ও গুরুত্ববহ বলে উল্লেখ করেন। তাছাড়া বিদ্যাসাগরের কর্মময় জীবন বর্তমান প্রজন্মকে জানানোর বিষয়ে সকলকে দায়বদ্ধতা নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।