Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

স্বাধীনতার ৫০ বছর পরও নৌপথ নিরাপদ নয় : জি এম কাদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৮:৫৭ পিএম

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পরও আমাদের নৌপথ নিরাপদ নয়। রবিবার (২৫ সেপ্টেম্বর) রাতে এক শোকবার্তায় এ কথা বলেন তিনি।

নৌকাডুবির ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, জি এম কাদের তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।তিনি বলেন, শারদীয় দুর্গা উৎসবের আগে নৌকাডুবিতে একইসঙ্গে সনাতন ধর্মের অনেকের মৃত্যুর ঘটনা মেনে নেওয়া যায় না। নৌযানগুলো অতিরিক্ত যাত্রী বহন করছে, দেখার যেন কেউ নেই।

তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান জাপা চেয়ারম্যান। পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে আজ বিকেলে শতাধিক যাত্রীবাহী একটি নৌকা ডুবে যায়। এতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ২৪ জনের প্রাণহানি ঘটেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ