Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নদীর পানি আইন লঙ্ঘন করে নিয়ন্ত্রণ করছে অন্য দেশ : ন্যাপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৭:৪২ পিএম

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের নদ-নদীর পানি অন্য দেশ নিয়ন্ত্রণ ও লুণ্ঠন করছে বলে দাবি করেছে বাংলাদেশ ন্যাপ। দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব গোলাম মোস্তফা বলেন, বাংলাদেশ স্বাধীন, কিন্তু সে তার জীবনীশক্তি পানির লুণ্ঠন ঠেকাতে পারছে না। বাংলাদেশের নদ-নদী রক্ষায় পানি লুণ্ঠন ঠেকাতে হবে, ঠেকাতে হবে নদী দখল। নদী রক্ষায় প্রয়োজন দেশপ্রেম ও দায়বদ্ধতা। রবিবার (২৫ সেপ্টেম্বর) ‘বিশ্ব নদী দিবস’ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ-ভারত যৌথ নদী রক্ষা কমিশন অনেকটা অকার্যকর দাবি করে দলটির শীর্ষ এই দুই নেতা বলেন, বছরে চার বার সভা হওয়ার কথা থাকলেও চার বছরে একটি হয় কি না সন্দেহ আছে। বাংলাদেশ-ভারত অভিন্ন নদীগুলোর সমস্যা সমাধানে এ কমিশন ভূমিকা রাখতে পারত।

অভিন্ন নদীর স্বার্থ রক্ষায় সরকারকে আরও সচেষ্ট হতে হবে উল্লেখ করে ন্যাপের এ দুই নেতা বলেন, দেশের অনেক নদী দূষিত হচ্ছে। দূষিত নদী পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ