Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪৪০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

এডিস মশা বাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৪৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬২৮ জন। গত একদিনে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে কেউ মৃত্যুবরণ করেনি। তবে এ বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫০ জন। গতকাল শনিবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৩২৫ জন রাজধানী ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৫ জন। সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ২৭২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৩৫৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৪৪০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ হাজার ৭৬২ জন।
গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়। এটি এ বছর একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই মেয়র এডিস মশার লার্ভা নিধনে নানা ধরণের কর্মসূচির কথা ঘোষণা করলেও বাস্তবে এডিস মশার পাদুর্ভাব কমেনি; বরং বিস্তার বেড়েছে।

একদিনেই হাসপাতালে ২৯ জন : চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত আছে। গতকাল শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগের দিন শুক্রবার এ সংখ্যা ছিল ১০। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ৪৪২ জন। গত বুধবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব সেইসঙ্গে আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তবে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নিধনে নেই কার্যকর উদযোগ। সিটি কর্পোরেশনের মশক নিধন অভিযান কার্যত থমকে আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ