Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাইনচ্যুত বগি রেখে ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে দুটি বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি আবারও গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। এই ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ভাটিয়ারি স্টেশনে ঢোকার সময় ট্রেনের পেছন থেকে বগি দুটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। পরে বগি দুটি রেখে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি আবারও যাত্রা করে। ভাটিয়ারি স্টেশন মাস্টার সঞ্জীব দাস বলেন, ট্রেনটির শেষ থেকে দ্বিতীয় ও তৃতীয় বগি লাইনচ্যুত হওয়ায় এই দুটি বগি ট্রেনটি বাকি ১১টি বগি নিয়ে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এখন ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পূর্বাঞ্চল রেলওয়ে। ওই কমিটিকে স্বল্প সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পূর্বাঞ্চল রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মোহাম্মদ ইমরানকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ