Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

রাজধানীর গেন্ডারিয়ায় আমির হোসেন নামে এক চালককে গলায় ছুরিকাঘাত করে তার অটো রিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ছুরিকাহত আমির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমির হোসেন জানান, তিনি জুরাইন বউবাজার এলাকায় আক্তার মিয়ার গ্যারেজে থাকেন। গত শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে পোস্তগোলা দুই যাত্রী নিয়ে ফরিদাবাদ যাচ্ছিলেন। পথে ফরিদাবাদ স্কুলের পাশের একটি গলিতে ওই যাত্রীরা তার গলায় ছুরি ধরেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় ছিনতাইকারীরা তার গলায় ছুরিকাঘাত করেন। তিনি জীবন বাঁচাতে দৌড় দিয়ে মাটিতে পড়ে যান।
গেন্ডারিয়া থানার এসআই হারুন অর রশিদ বলেন, রাতে যাত্রী সেজে দু’ছিনতাইকারী আমির হোসেনের গলায় ছুরিকাঘাত করে রিকশা নিয়ে গেছেন। তার রিকশাটি উদ্ধার এবং ছিনতাইকারীদের আটকদের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ