পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, দেশের মানুষ আজ শান্তিতে নেই। নিত্য প্রয়োাজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলছে। বাজার নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ। মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সমন্বয় নেই। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হলে খুন-খারাবি, জুলুম, নির্যাতন, দুর্নীতি বন্ধ হবে না। রাষ্ট্রীয় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে খেলাফত প্রতিষ্ঠার বিকল্প নেই। তিনি আরও বলেন, মিয়ানমারে গোলাগুলি ও সংঘর্ষ তাদের অভ্যন্তরীণ বিষয় হলেও এ সংঘর্ষের জের বাংলাদেশে এসে পড়ায় আমরা উদ্বিগড়ব। মানুষ হতাহত হচ্ছে। সীমান্তবাসী আতঙ্কে দিন কাটাচ্ছেন। অবিলম্বে তা বন্ধ করতে হবে না হয় দেশের তাওহিদী জনতা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।
গতকাল শুক্রবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ তারিক বিন হাবীবের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র মজলিসের সদস্য সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে ২০২২-২৩ সেশনের জন্য মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ সভাপতি নির্বাচিত হন ও মুহাম্মদ রশীদ মুশতাক সেক্রেটারি জেনারেল মনোনীত হন। নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশন ও বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।