Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ডিএনসিসির জন্ম-মৃত্যু নিবন্ধন স্থায়ী কমিটি পুনর্গঠন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

কাউন্সিলরদের সমন্বয়ে জন্ম-মৃত্যু নিবন্ধন স্থায়ী কমিটি পুনর্গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল শুক্রবার এ তথ্য জানা গেছে। ডিএনসিসি সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এর আগে একটি অফিস আদেশ জারি করে এ কমিটি গঠন করেন। তিনি জানিয়েছেন, পরিষদের ১৫তম করপোরেশন সভায় কমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত অনুযায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

জানা গেছে, ডিএনসিসির জন্ম-মৃত্যু নিবন্ধন স্থায়ী ১৩ সদস্যের কমিটিতে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুম গণি সভাপতি এবং অঞ্চল ২- এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা সদস্য সচিব হিসেবে রয়েছেন। বাকিরা হলেন, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ নান্নু, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুরাদ হোসেন, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ন রশিদ, ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৈমুর রেজা, ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সেলিম, ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ, ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর নাজমুন নাহার হেলেন এবং ১১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর শাহিন আক্তার সাথী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ