Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেসিডেন্ট সংলাপের উদ্যোগ নেবেন আলহামদুলিল্লাহ : ড. কামাল হোসেন

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, নির্বাচন কমিশন গঠনে প্রেসিডেন্ট সংলাপের উদ্যোগ নেবেন শুনে খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ।
গণতন্ত্রের স্বার্থে সবার সাথে সংলাপ করতে হবে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির রাউন্ড টেবিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গুম নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশে এগুলো কী হচ্ছে। গতকাল কয়েকজন নিখোঁজ, আজও দেখছি নেই দু’জন। নাগরিকদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব তো রাষ্ট্রেরও। জনগণ চায় রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তা দিক। কিন্তু রাষ্ট্র সেটা কিচ্ছে কই? ‘কড়াইল বস্তিতে অগ্নিকা-ের ঘটনা’-র উপর গণফোরামের উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে গণফোরাম নেতারা কড়াইল বস্তি পরিদর্শন করেন। কামাল হোসেন বলেন, দেশের ভয়াবহ অগ্নিকা-ের চেয়ে জঘন্যতম ঘটনা ঘটে চলেছে। এখন জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা গেছে। দেশে কোনো নাগরিক গুম হয়ে যাক এটা কেউ মেনে নিতে পারে না। তিনি আরো বলেন, বস্তিতে অগ্নিকা-ে ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। সে তদন্ত রিপোর্টও প্রকাশ হতে হবে। এর পাশাপাশি জোর করে কোনো বস্তি থেকে কাউকে সরিয়ে দেয়াও ঠিক হবে না। এটা চাই না। এ ধরনের ঘটনা ঘটলে আমরা প্রতিবাদ করব। প্রয়োজনে আইনি লড়াই করব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ