Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্রুনাইয়ে প্রবাসী কর্মীরা দালাল চক্রের হাতে জিম্মি

দু’বছরের আগেই কর্মীদের দেশে পাঠানো হচ্ছে : ভিসা ট্রেডিং বন্ধের উদ্যোগ নেয়া হবে -হাই কমিশনার

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ব্রুনাই দারুসসালাম থেকে শামসুল ইসলাম : তেল সমৃদ্ধ দেশ ব্রুনাইয়ে প্রবাসী হাজার হাজার বাংলাদেশী কর্মী দালাল চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে। ভিটেমাটি বিক্রি ও ঋণ করে কর্মীরা দালাল চক্রের খপ্পরে পড়ে ৪ লাখ টাকা দিয়ে ব্রুনাইয়ে গিয়ে খরচের টাকা তোলার আগেই দেশে ফিরতে বাধ্য হচ্ছে। কর্মীদের ঘাম ঝরানো অর্থের কমিশন নিয়ে দালালরা রাতরাতি কালো টাকার মালিক বনে গেছে।
দালাল চক্র এতোই বেপরোয়া হয়ে উঠেছে কাজ দেয়ার কথা বলে ব্রুনাইতে মানব পাচার করে পাসপোর্ট নিয়ে কর্মীদের ফেলে পালিয়ে যাচ্ছে। দালাল চক্রের প্রতারণার শিকার কর্মীরা ভিসা ও কাজ না পেয়ে রাস্তায় রাস্তায় অনাহারে ঘুরে বেড়াচ্ছে। ব্রুনাই দারুসসালালমস্থ বাংলাদেশ হাই কমিশনের সার্বিক সহযোগিতায় মানবপাচারের শিকার গাজীপুরের কাপাশিয়া থানার তিনজন কর্মী ইমিগ্রেশন থেকে আউট পাস নিয়ে অস্থায়ীভাবে কাজ করে জীবিকা নির্বাহ করছে। প্রতারক দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে না পারলে সম্ভাবনাময় ব্রুনাইয়ের শ্রমবাজার হাতছাড়া হবার আশংকা রয়েছে। প্রবাসী ব্যবসায়ীগণ এ অভিমত ব্যক্ত করেছেন।
প্রায় ২৫ হাজার প্রবাসী বাংলাদেশী কর্মী কঠোর পরিশ্রম করে ব্রুনাইয়ের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। ব্রুনাই থেকে প্রবাসী বাংলাদেশীদের রেমিটেন্সের পরিমাণও বাড়ছে। গত জানুয়ারী থেকে জুন মাস পর্যন্ত প্রবাসী কর্মীরা ২শ’ ১০ কোটি ১৬ লাখ ৮৮ হাজার ৮শ’ ৮৪ টাকা দেশে পাঠিয়েছে। ২০১৫ সালে প্রবাসী বাংলাদেশী কর্মীরা ৩শ’ ৫৭ কোটি ৫৫ লাখ ৪৮ হাজার ৩শ’ ৪৪ টাকা দেশে পাঠিয়েছে। ২০১৪ সালে প্রবাসী কর্মীরা ৫৬ লাখ ১৮ হাজার ২১ দশমিক শূন্য ৮ ব্রুনাই ডলার দেশে পাঠিয়েছে। ব্রুনাই অর্থ মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। ব্রুনাইয়ে কর্মীর চাহিদাও দিন দিন বাড়ছে। গত নভেম্বর মাসে ৬শ’ ৫৬ জন কর্মী ব্রুনাইয়ে চাকরি নিয়ে এসেছে। গত জানুয়ারী থেকে নভেম্বর পর্যন্ত ৫ হাজার ৬৯ জন কর্মী ব্রুনাইতে চাকরি লাভ করেছে।
ব্রুনাই সুলতান হাজী হাসনাল বলখিয়া ২০১৫ সালের ফেব্রুয়ারী মাসে ব্রুনাই সাগরের উপর ত্রিশ কিলোমিটার দীর্ঘ লম্বা ঐতিহাসিক তেম্বুং ব্রিজ নির্মাণ শুরু করেছেন। ১ দশমিক ৬ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণাধীন এ ব্রিজের কাজ আগামী ২০১৯ সালে সম্পন্ন হবার কথা। এ ব্রিজ চালু হলে ওপারে মেগা সিটির নির্মাণ কাজ শুরু হবে। এতে প্রচুর বাংলাদেশী কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দুটি ধাপে চীন স্ট্যাট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (সিএসসিইসি) লি: ওশন কয়েরী এন্ড কনস্ট্রাকশন এসডিএন বিএইচডি যৌথভাবে ব্রিজের নির্মাণ কাজ দ্রুত চালিয়ে যাচ্ছে। এ ব্রিজে বর্তমানে প্রায় ১ হাজার বাংলাদেশী কর্মী দৈনিক মজুরী হিসেবে ঘণ্টায় ২ ডলার বেতনে কাজ করছে। নির্মাণাধীন ব্রিজে কর্মরত নরসিংদীর মুক্তার ও কিশোরগঞ্জের সাইদুর রহমান এ তথ্য জানান। প্রবাসী কর্মী মুক্তার জানান, দালালের মাধ্যমে সাড়ে তিন লাখ টাকা ব্যয় করে ব্রুনাই গিয়েছে। ধার দেনা করে বিদেশে আসার পর দু’বছরের চুক্তি নবায়নের কোনো ব্যবস্থা করছে না দালাল।
ব্রুনাইয়ের নিয়োগকর্তারা বিধি অনুযায়ী দু’বছর পর কর্মীদের বিমানের টিকিটসহ দেশে যাওয়ার জন্য ছুটি দিয়ে থাকে। কিন্তু অর্থ লোভী দালাল চক্র নিয়োগকর্তাদের প্রভাবিত করে কর্মীদের ছুটির সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে একবারে দেশে পাঠিয়ে দিচ্ছে। এতে করে কর্মীরা দু’বছর কাজ করে ৪ লাখ টাকার অভিবাসন ব্যয় তুলতে পারছে না। ফলে তারা ঋণের বোঝা কাঁধে নিয়েই দেশে ফিরতে বাধ্য হচ্ছে। দালাল চক্র অনেক কর্মীকে ভালো সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি দিয়ে ব্রুনাই নিয়ে ঠিকমতো কাজ দিতে পারছে না। বাংলাদেশ আওয়ামী লীগ ব্রুনাই দারুসসালাম শাখার জেনারেল সেক্রেটারী কাশেস শেখ ইনকিলাবকে বলেন, ব্রুনাইতে প্রচুর বাংলাদেশী কর্মীর চাহিদা রয়েছে। ব্রুনাইস্থ নিয়োগ কর্তারা বাংলাদেশী কর্মীদের নিয়োগ দিতে বেশি আগ্রহী। কারণ, তারা কঠোর পরিশ্রমী। তিনি শ্রমবাজার যাতে হাতছাড়া না হয় তার জন্য প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। হাই কমিশনে পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্ট করতে প্রবাসী কর্মীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। বি-বাড়িয়ার প্রবাসী ব্যবসায়ী গত নভেম্বর মাসে পাসপোর্ট নবায়ন করতে হাই কমিশনের মাহফুজার কাছে জমা দেন। গত ২৭ নভেম্বর তার পাসপোর্ট সরবরাহ করার কথা থাকলেও গতকাল পর্যন্ত হাই কমিশনে ধরণা দিয়ে পাসপোর্ট পাননি। এতে তিনি তার স্ত্রী-সন্তানদের নিয়ে চীন সফরে যাওয়ার বিমানের টিকিট বাতিল হয়ে যাবে। কর্মীরাও পাসপোর্ট হাতে পেতে সপ্তাহের পর সপ্তাহ ঘুরছে।
নারায়ণগঞ্জের দালাল ভিসা দেয়ার কথা বলে মাহবুব আলম (অংক আলী)’র কাছ থেকে প্রায় ৫০ হাজার ব্রুনাই ডলার নিয়ে ভিসা না দিয়ে টালবাহানা শুরু করে। পরে মাহবুব আলম তার সহযোগী নোয়াখালীর আনোয়ারকে নিয়ে জামালকে ধরে পাওনা ডলার উদ্ধারের চেষ্টা করে। পরে ব্রুনাই পুলিশ খবর পেয়ে জামালকে উদ্ধার এবং মাহবুব আলম ও আনোয়ারের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করে। আদালতের রায়ে বর্তমানে তিন বছরের সাজা ভোগ করছে তারা ব্রুনাই জেলে। ব্রুনাইস্থ এনএনআর এসডিএন বিএইচডি’র মালিক নজরুল ইসলাম লিটন, রাজশাহীর কর্মী বাবুল, ফরিদপুরের বাচ্চু  ও ময়মনসিংহের হাবিবকে ১৩ মাস, ১৫ মাস পর দেশে পাঠিয়ে দিয়েছে। কাদির, সোহেল, হেলাল ও সামসুর দু’বছরের চাকরির মেয়াদ না বৃদ্ধি করায় তারা হতাশায় ভুগছে। এ প্রতিষ্ঠানের অধীনে অনেকে মাসে ১০/১২ দিনের বেশি কাজ পাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। এসব কর্মীদের কাছ থেকে জনপ্রতি প্রায় ৪ লাখ টাকা করে হাতিয়ে নেয়া হয়েছে। লিটন প্রবাসী কর্মীদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাতারাতি বনশ্রীতে বহুতল বাড়ী তৈরী করছে। খুলনায় ফুলবাড়ী গেট-এর প্রতারক দালাল সিরাজু দেশ থেকে চড়া দামে কর্মী নিয়ে তাদের ঠিক মতো কাজ দিতে পারছে না। বি-বাড়ীয়ার নাভানা কোম্পানীর বড় গাড়ীর মেকানিক শাহাদাতকে গত ২৮ নভেম্বর সাড়ে ৩ লাখ টাকার বিনিময়ে কাজ দেয়ার কথা বলে ব্রুনাই নিয়ে কাজ দিতে পারেনি। আগামীকাল ৯ ডিসেম্বর মেকানিক শাহাদাতকে খালি হাতে জোরপূর্বক দেশে পাঠিয়ে দেয়া হবে। মেকানিক শাহাদাতের স্ত্রীসহ পরিবারের সদস্যরা এখন ধার দেনার টাকা পরিশোধের চিন্তায় কান্নাকাটি শুরু করেছে। ব্রুনাইস্থ একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লার রেল স্টেশনস্থ ইমাম মার্কেটস প্রতারক দালাল মনসুর আহমেদ (পিপি নং এবি-৩২৯৯৩০৫) ব্রুনাই দারুসসালামস্থ মেতাবাউ কমপ্লেক্সস্থ আলী জাইনুদ্দিন কনস্ট্রাকশন এসডিএন বিএইচডি’র স্বত্বাধিকারী আলী জাইনুদ্দিনের কাছ থেকে দু’ধাপে প্রায় ৮৫ লাখ টাকা নিয়ে ভিসা দেয়ার কথা বলে উধাও হয়েছে। ফতুল্লার বাড়ীতে বহুতল ভবন গড়ে তুলেছে প্রতারক মনসুর আহমেদ। কয়েকটি চেক-এর মাধ্যমে টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েও সে আর ব্রুনাই যাচ্ছে না। প্রবাসী ব্যবসায়ী আলী জাইনুদ্দিন এখন আত্মসাতকৃত টাকা উদ্ধার করতে না পেরে চরম হতাশায় ভুগছেন। কালো তালিকাভুক্ত কাপাশিয়া ওভারসীজ লিমিটেডের (০৯৭৭) প্রতারক চেয়ারম্যান সাজেদুল করিম সুমনের মাধ্যমে কাপাশিয়ার নিরীহ কর্মী শাখাওয়াত হোসেন, মোঃ বাচ্চু মিয়া ও মোঃ আমজাদ হোসনকে ভালো কাজ দেয়ার কথা বলে জনপ্রতি সাড়ে তিন লাখ টাকা করে নিয়ে গত ২ সেপ্টেম্বর ভিজিট ভিসায় ব্রুনাই পাঠায়। প্রতারক সুমনের সহযোগী দালাল বাদল ব্রুনাই বিমান বন্দর থেকে তাদের গ্রহণ করে একটি ভাড়া বাসায় তুলে। প্রতারণার শিকার উক্ত তিন জনকে ভিসা লাগিয়ে দেয়ার কথা বলে তাদের পাসপোর্ট টিকিট নিয়ে কুখ্যাত প্রতারক বাদল পালিয়ে যায়। প্রতারণার শিকার এসব যুবক দারুসসালামস্থ বাংলাদেশ হাই কমিশনে লেবার উইংয়ে সহায়তা চায়।  লেবার কাউন্সেলর শফিউল আজিম এসব অসহায় যুবকদের ইমিগ্রেশনে নিয়ে তাদের অস্থায়ী পাস সংগ্রহ করে অস্থায়ী কাজের ব্যবস্থা করে দিয়েছেন। প্রতারণার শিকার এসব কর্মীদের ভাগ্যে কি ঘটবে তা কেউ কিছু জানে না। লেবার কাউন্সেলর শফিউল আজিম জানান, এদের পরিবার পরিজন দেশের বাড়ীতে প্রতারক চক্রের বিরুদ্ধে মানবপাচার আইন (২০১২) এর অধীনে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে। লেবার কাউন্সেলর শফিউল আজিম এক প্রশ্নের জবাবে বলেন, দালাল চক্রের তালিকা তৈরী করে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং কর্মীদের অধিকার প্রতিষ্ঠায় হাই কমিশন কার্যকরী উদ্যোগ নিবে। নবনিযুক্ত হাই কমিশনার এয়ার ভাইস মার্শাল মাহমুদ হুসাইন মঙ্গলবার তার দপ্তরে ইনকিলাবকে বলেন, ব্রুনাইতে বাংলাদেশী কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে। এ শ্রমবাজার সম্প্রসারণে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। চড়া দামে ভিসা ট্রেডিং বন্ধ এবং কর্মীদের স্বার্থ রক্ষায় কার্যকরী উদ্যোগ নেয়া হবে বলেও হাই কমিশনার আশাবাদ ব্যক্ত করেন।



 

Show all comments
  • মো.মাহাবুব আলম ৭ ফেব্রুয়ারি, ২০১৭, ৫:১৭ পিএম says : 0
    ইনকিলাব কে ধন্যবাদ আমাদের দু:খ কষ্ঠ তুলে ধরার জন্য।বাংলাদেশ হাই কমিশন এদিকে নজর দেই বলে মনে হয় না।আমি ব্রুনাইতে 29 মাস আমি এখনো আমার আসার টাকা উঠাতে পারি নাই।আবার দেশে যাবার জন্য মালিক চাপ দিচ্ছে দেশে যেতে হলে মালিকে 1500 ডলার দিতে হবে।আবার আসা যাওয়ার টিকেট 700ডলার।আর কাজ থাকুক আর না থাকুক মালিক কে মাসে 50 ডলার দিতে হয়।ব্রুনাইতে বাংলাদেশী কিছু দালালের জন্য আরও বিপদে পড়তে হয় আমাদের দূতাবাসের কর্মকতারা ও তাদের কাছ নিয়মিত যাতায়াত করে।এই দালাল গুলোকে তারা নানার সুযোগ সুবিধা দিয়ে থাকে।দয়া করে ব্রুনাই সম্পর্কে আরো জেনে শুনে লিখার আবেদন রইল।
    Total Reply(0) Reply
  • ৫ জুলাই, ২০১৭, ২:৫০ এএম says : 0
    এ দেশের মানুষদের বলে কি লাভ এর আলোচনা করতে চাই না আলোচনা যদি সত্যিই করতো তাহলে এতো সমস্যা হত না
    Total Reply(0) Reply
  • ফরহাদ হোসেন ৬ জুলাই, ২০১৭, ১১:৫৩ পিএম says : 1
    আমি ব্রুনাইয়ে জেতে ছাই কি বাবে ভিশা পাবো??
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ