পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাতের আঁধারে আমদানিকৃত স্ক্র্যাপ বিক্রির সময় জাহাজের মাস্টার, ড্রাইভার, গ্রিজার, সুকানিসহ নয়জনকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। সদরঘাট থানা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মিজানুর রহমান বলেন, বুধবার রাত ১টায় কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকা থেকে ওই নয়জনকে গ্রেফতার করা হয়। আবুল খায়ের গ্রæপের মালিকানাধীন এমভি টিটু-৭ হতে স্ক্র্যাপ চুরি করছিল তারা। এ সময় তাদের কাছ থেকে ১২৫০ কেজি চোরাই স্ক্র্যাপ, ওয়ার সিল কাটার যন্ত্রসহ নানান সামগ্রী জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জাহাজের মাস্টার মো. জসিম উদ্দিন, সুকানি মো. রাজিব খলিফা, ড্রাইভার মো. মোক্তার হোসেন, সুকানি মো. নাজমুল হাসান, গ্রিজার মো. করিম উদ্দিন, লস্কর মো. আব্দুর রহিম, লস্কর মো. জাহিদ, মো. কালাম, মো. আব্দুল। এ ঘটনায় জড়িত তিনজন পালিয়ে যায়। তারা হলেন- মো. ইদ্রিস, মো. সাজ্জাদ, মো. আবু তাহের ওরফে আকাশ। গ্রেফতার নয়জন ও পলাতক তিনজন মিলে ১২ জনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।