Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালামতের পরিবারকে ৬০ লাখ টাকা ক্ষতিপূরণে রুল

আগ্রাবাদে খালে পড়ে মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

খালে পড়ে নিখোঁজ সালেহ আহমদ ওরফে সালামতের পরিবারকে ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। চট্টগ্রাম সিটি করর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে হবে।

রিটের শুনানি শেষে গতকাল মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির।

এর আগে গত ১৭ আগস্ট চট্টগ্রামের আগ্রাবাদ ড্রেনে পড়ে নিখোঁজ সালামতের পরিবারকে ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে রিট হয়। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ওই ব্যক্তির ছেলে সাদিকের পক্ষে রিট করেন মুহাম্মদ শিশির মনির। এতে চট্টগ্রাম সিটি করর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৫ আগস্ট খালে পড়ে তলিয়ে যান সবজি ব্যবসায়ী সালেহ আহমেদ ওরফে সালামত। রাতভর ভারি বৃষ্টিতে আগের দিন চট্টগ্রাম মহানগরীতে ছিল ব্যাপক পানি-জট। সীমাহীন দুর্ভোগে পড়েন নগরবাসী। পরে ২৫ আগস্ট দুপুরে মুরাদপুর এলাকায় খরস্রোতা নালায় পড়ে মুহূর্তে তলিয়ে যান ৪০ বছর বয়সী ওই ব্যক্তি। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ওইদিন সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও তার সন্ধান মেলে নি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ